1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

সারা দেশে ফিটনেসবিহীন ১৪ হাজার  যানবাহন সড়কে নিষিদ্ধ হচ্ছে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
ফিটনেসবিহীন-বাস

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অনুমোদিত মোট ১৪ হাজার ফিটনেসবিহীন বাস ও ট্রাক সারা দেশে চলাচল করছে। তবে আগামী মে মাস থেকে এসব যানবাহন সড়কে আর চলতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে বিআরটিএ। বুধবার রাজধানীর মিরপুরে বিআরটিএ বিভাগীয় কার্যালয়ের ভিআইসি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।

বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন সভায় বলেন, ‘রাজধানীর বাসগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী মে মাস থেকে কোনো ফিটনেসবিহীন বাস বা ট্রাক সড়কে চলতে পারবে না। মালিক পক্ষের সঙ্গে ইতোমধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ম্যাজিস্ট্রেটদের অভিযান পরিচালনার পরিকল্পনাও রয়েছে।’

তিনি আরও জানান, নতুন বাস আনতে মালিকরা সহজ শর্তে ঋণ চেয়েছেন। বিআরটিএ এই অনুরোধ সরকারের কাছে পৌঁছেছে এবং সহজ শর্তে ঋণের সুবিধা দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া বাস ড্রাইভার ও কন্ট্রাক্টরদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালুর কথাও জানান তিনি।

বিআরটিএ পরিচালক শিতাংশু শেখর জানান, স্বাধীনতার পর থেকে সব নিবন্ধিত যানবাহনের ডাটা বিআরটিএ সার্ভারে সংরক্ষিত আছে। বর্তমানে সারা দেশে বিআরটিএর অনুমোদিত প্রায় ১৪ হাজার বাস ও ট্রাক আয়ুষ্কাল অতিক্রম করেছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জহির আল লতিফ বলেন, ‘ঢাকার পরিবহন ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। তবে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এ ব্যবস্থায় দৃশ্যমান উন্নতি দেখা যাবে।’

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুর রহিম দুদু বলেন, ‘দেশের ড্রাইভারদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হয়নি। সড়ক দুর্ঘটনা রোধে পাঠ্যবইয়ে সতর্কতামূলক বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি। এছাড়া সড়কের বামের লেন পরিষ্কার রাখতে পুলিশকে অনুরোধ করা হলেও তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট