1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসাহ বোনাসে কঠোর শর্ত আরোপ করল বাংলাদেশ ব্যাংক ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দেওয়ার নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন, আধুনিকায়নের পথে বড় অর্জন দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন ঐতিহাসিক দেবীগঞ্জ মুক্ত দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা

সারা দেশে ফিটনেসবিহীন ১৪ হাজার  যানবাহন সড়কে নিষিদ্ধ হচ্ছে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
ফিটনেসবিহীন-বাস

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অনুমোদিত মোট ১৪ হাজার ফিটনেসবিহীন বাস ও ট্রাক সারা দেশে চলাচল করছে। তবে আগামী মে মাস থেকে এসব যানবাহন সড়কে আর চলতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে বিআরটিএ। বুধবার রাজধানীর মিরপুরে বিআরটিএ বিভাগীয় কার্যালয়ের ভিআইসি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।

বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন সভায় বলেন, ‘রাজধানীর বাসগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী মে মাস থেকে কোনো ফিটনেসবিহীন বাস বা ট্রাক সড়কে চলতে পারবে না। মালিক পক্ষের সঙ্গে ইতোমধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ম্যাজিস্ট্রেটদের অভিযান পরিচালনার পরিকল্পনাও রয়েছে।’

তিনি আরও জানান, নতুন বাস আনতে মালিকরা সহজ শর্তে ঋণ চেয়েছেন। বিআরটিএ এই অনুরোধ সরকারের কাছে পৌঁছেছে এবং সহজ শর্তে ঋণের সুবিধা দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া বাস ড্রাইভার ও কন্ট্রাক্টরদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালুর কথাও জানান তিনি।

বিআরটিএ পরিচালক শিতাংশু শেখর জানান, স্বাধীনতার পর থেকে সব নিবন্ধিত যানবাহনের ডাটা বিআরটিএ সার্ভারে সংরক্ষিত আছে। বর্তমানে সারা দেশে বিআরটিএর অনুমোদিত প্রায় ১৪ হাজার বাস ও ট্রাক আয়ুষ্কাল অতিক্রম করেছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জহির আল লতিফ বলেন, ‘ঢাকার পরিবহন ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। তবে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এ ব্যবস্থায় দৃশ্যমান উন্নতি দেখা যাবে।’

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুর রহিম দুদু বলেন, ‘দেশের ড্রাইভারদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হয়নি। সড়ক দুর্ঘটনা রোধে পাঠ্যবইয়ে সতর্কতামূলক বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি। এছাড়া সড়কের বামের লেন পরিষ্কার রাখতে পুলিশকে অনুরোধ করা হলেও তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট