1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মঠবাড়িয়ায় ২৫ কিলোমিটার সড়কে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ফলাফল স্থগিত পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়েছেন, বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রাজধানী দামেস্ক

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়েছেন, বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রাজধানী দামেস্ক

সিরিয়ায় সরকারবিরোধী বিদ্রোহীরা রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পর পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রোববার (৮ ডিসেম্বর) তার দেশত্যাগের খবর জানার পরপরই রাজধানীর পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে গেছে। বিদ্রোহীরা রাজধানীতে কারফিউ ঘোষণা করেছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে মানুষের আনন্দ।

দামেস্কে প্রেসিডেন্ট আসাদের বাসভবনে জনতা ঢুকে পড়ে। এ সময় সেখানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, জনতা বাড়ির ভেতর থেকে মূল্যবান সামগ্রী বের করে নিচ্ছে।

প্রেসিডেন্ট আসাদ দেশ ত্যাগ করলেও প্রধানমন্ত্রী মোহাম্মাদ আল-জালালি রাজধানীতে অবস্থান করছেন। তিনি বলেছেন, “জনগণের নির্বাচিত নেতৃত্বকে সহযোগিতা করতে প্রস্তুত।”

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে দামেস্কে জনগণের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। ইদলিব, হামা, হোমস, দামেস্ক এবং ডেরা পর্যন্ত বিভিন্ন অঞ্চলে মানুষের আনন্দ উদযাপন ছড়িয়ে পড়েছে। আল-জাজিরার সাংবাদিক জানিয়েছেন, দীর্ঘ ১৪ বছর পর অনেক মানুষ তাদের বাড়িতে ফিরে যাচ্ছেন এবং রাস্তায় যান চলাচল শুরু হয়েছে।

বিদ্রোহীরা দখল নেওয়ার পর দেশটির বিভিন্ন কারাগার থেকে বন্দীদের মুক্তি দিচ্ছে। ‘সাইদনায়া’ কারাগার, যা ‘মানব কসাইখানা’ নামে পরিচিত, সেখান থেকেও বন্দীদের মুক্ত করার খবর পাওয়া গেছে। এই কারাগারে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

বিদ্রোহীরা রাজধানী দামেস্কে কারফিউ ঘোষণা করেছে। আজ বিকেল ৪টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে।

আল-জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, দামেস্কের মহাসড়কগুলোতে মানুষের ভিড় দেখা যাচ্ছে। অনেকে কারাগারে আটক তাদের প্রিয়জনদের খুঁজছেন। বিদ্রোহীদের এই সাফল্যকে সিরিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। প্রেসিডেন্ট আসাদের দেশত্যাগ এবং বিদ্রোহীদের নিয়ন্ত্রণে জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তবে দেশটি কীভাবে এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেবে, তা সময়ই বলে দেবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট