1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ১৪৪ ধারা অমান্য করে বোনের জমির গাছ কেটে বিক্রির অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টা সোনার দাম বেড়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণ ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা সকল নাগরিকের সমান অধিকারের দাবি মাসুদ সাঈদীর খুলনায় আ. ন. ম. মুরাদের স্মরণসভা ও দোয়া মাহফিলে অশ্রুসিক্ত শ্রদ্ধা পিরোজপুরে ব্যবসায়ী হত্যায় ৬ জনের যাবজ্জীবন, ১ জনের দুই বছরের কারাদণ্ড আকু বিল পরিশোধে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশে পিরোজপুরে কৃষিক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে টিয়েন্স প্রতিষ্ঠানের ৫ জনের কারাদণ্ড কাউখালীতে জমজমাট ভাসমান হাটে আমন ধানের চারা বিক্রি

সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপ প্রকল্পে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
২০৩৪ বিশ্বকাপ, সৌদি আরব, বাংলাদেশি শ্রমিক, নির্মাণ প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, স্টেডিয়াম নির্মাণ, হোটেল নির্মাণ, বাংলাদেশি অভিবাসী, কর্মসংস্থান, আন্তর্জাতিক শ্রম বাজার, বাংলাদেশ-সৌদি সম্পর্ক, বিনিয়োগ সুযোগ, কাতার বিশ্বকাপ অভিজ্ঞতা, ভিসা প্রসেসিং, এএফসি এশিয়ান কাপ, ওয়ার্ল্ড এক্সপো ২০৩০,

ফিফা বিশ্বকাপ ২০৩৪ উপলক্ষে সৌদি আরবে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বাংলাদেশি শ্রমিক ও কোম্পানিগুলোর জন্য বড় সুযোগ সৃষ্টি হয়েছে। দেশটি নতুন স্টেডিয়াম, হোটেল, রিসোর্ট এবং পরিবহন অবকাঠামো নির্মাণে বাংলাদেশি শ্রমিকদের সম্পৃক্ত করতে আগ্রহ প্রকাশ করেছে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব দেশজুড়ে পাঁচটি শহরে ১৫টি স্টেডিয়াম নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা করছে। এ জন্য বিপুলসংখ্যক দক্ষ শ্রমিক ও নির্মাণ কোম্পানির প্রয়োজন হবে।

ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা আল-দুহাইলান জানান, বাংলাদেশি শ্রমিকরা কাতার বিশ্বকাপে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন, যা তাদের জন্য সৌদি আরবে কাজের সুযোগ তৈরি করছে। তিনি বাংলাদেশি নির্মাণ কোম্পানিগুলোকেও সৌদি আরবে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন।

বিশ্বকাপ আয়োজনের পাশাপাশি সৌদি আরব ২০২৭ এএফসি এশিয়ান কাপ, ২০২৯ এশিয়ান শীতকালীন গেমস এবং ২০৩০ ওয়ার্ল্ড এক্সপো আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এসব প্রকল্পের জন্য দক্ষ শ্রমিকের চাহিদা বাড়ছে। সৌদি রাষ্ট্রদূতের মতে, প্রতিদিন ৫ থেকে ৭ হাজার বাংলাদেশি শ্রমিকের ভিসা প্রসেস করা হচ্ছে, যা আরও বাড়ানো হবে।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি শ্রমিকরা কঠোর পরিশ্রমী ও বিশ্বস্ত। তারা নির্মাণ শিল্পে দক্ষ এবং সৌদি আরবে তাদের উচ্চ চাহিদা রয়েছে।

বর্তমানে সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি বসবাস করেন, যা দেশটির বৃহত্তম প্রবাসী গোষ্ঠী। ২০৩৪ বিশ্বকাপসহ অন্যান্য মেগা-প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি শ্রমিক ও কোম্পানিগুলো আরও বড় সুযোগ পাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট