ফিফা বিশ্বকাপ ২০৩৪ উপলক্ষে সৌদি আরবে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বাংলাদেশি শ্রমিক ও কোম্পানিগুলোর জন্য বড় সুযোগ সৃষ্টি হয়েছে। দেশটি নতুন স্টেডিয়াম, হোটেল, রিসোর্ট এবং পরিবহন অবকাঠামো নির্মাণে বাংলাদেশি শ্রমিকদের সম্পৃক্ত করতে আগ্রহ প্রকাশ করেছে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব দেশজুড়ে পাঁচটি শহরে ১৫টি স্টেডিয়াম নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা করছে। এ জন্য বিপুলসংখ্যক দক্ষ শ্রমিক ও নির্মাণ কোম্পানির প্রয়োজন হবে।
ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা আল-দুহাইলান জানান, বাংলাদেশি শ্রমিকরা কাতার বিশ্বকাপে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন, যা তাদের জন্য সৌদি আরবে কাজের সুযোগ তৈরি করছে। তিনি বাংলাদেশি নির্মাণ কোম্পানিগুলোকেও সৌদি আরবে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন।
বিশ্বকাপ আয়োজনের পাশাপাশি সৌদি আরব ২০২৭ এএফসি এশিয়ান কাপ, ২০২৯ এশিয়ান শীতকালীন গেমস এবং ২০৩০ ওয়ার্ল্ড এক্সপো আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এসব প্রকল্পের জন্য দক্ষ শ্রমিকের চাহিদা বাড়ছে। সৌদি রাষ্ট্রদূতের মতে, প্রতিদিন ৫ থেকে ৭ হাজার বাংলাদেশি শ্রমিকের ভিসা প্রসেস করা হচ্ছে, যা আরও বাড়ানো হবে।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি শ্রমিকরা কঠোর পরিশ্রমী ও বিশ্বস্ত। তারা নির্মাণ শিল্পে দক্ষ এবং সৌদি আরবে তাদের উচ্চ চাহিদা রয়েছে।
বর্তমানে সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি বসবাস করেন, যা দেশটির বৃহত্তম প্রবাসী গোষ্ঠী। ২০৩৪ বিশ্বকাপসহ অন্যান্য মেগা-প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি শ্রমিক ও কোম্পানিগুলো আরও বড় সুযোগ পাবে।