1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাশিয়া-চীনের চ্যালেঞ্জ মোকাবেলায়, মার্কিন পারমাণবিক অস্ত্রাগার সেকেলে পিরোজপুরে মাল্টা চাষে বাম্পার ফলন, ব্যবসায় সম্ভাবনা ৩১ কোটি টাকা দিঘলিয়া বিএনপি’র নবনির্বাচিত অসুস্থ সাধারণ সম্পাদকের পাশে যুক্তরাজ্য বিএনপি যুগ্ম আহ্বায়ক পারভেজ মল্লিক মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

সৌদি নাগরিককে হেলিকপ্টারে করে গ্রামে ঘুরতে আনলেন প্রবাসী মোবারক

বাবলি আক্তার
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হলো স্থানীয় বাসিন্দারা। সৌদি আরবের এক নাগরিককে নিয়ে হেলিকপ্টারে করে নিজের গ্রামে ঘুরতে এসেছেন প্রবাসী মো. মোবারক হোসেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে আলী আহাম্মদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টার অবতরণ করে। স্থানীয়রা আগে থেকেই প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিলেন, এবং সৌদি নাগরিককে বরণ করে নিতে ফুলের মালা নিয়ে হাজির হন।

সৌদি আরব থেকে আগত ওই নাগরিকের নাম মির্জা আবু ফয়সাল। তিনি সৌদি আরবের দাম্মাম শহরের একজন ব্যবসায়ী। প্রবাসী মোবারক হোসেন, যিনি বাহেরচর গ্রামের মৃত আ. সাত্তারের ছেলে, কয়েক বছর ধরে আবু ফয়সালের মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন। এ সময় তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে, এবং ফয়সাল বাংলাদেশ ভ্রমণে আগ্রহ প্রকাশ করেন।

মঙ্গলবার দিবাগত রাত ৩:৪৫ মিনিটে দাম্মাম থেকে ফ্লাইটে ঢাকায় আসেন মোবারক ও ফয়সাল। এরপর বুধবার দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টার ভাড়া করে মতলব উত্তরের গ্রামের উদ্দেশে রওনা দেন।

সৌদি নাগরিক আসার খবর পেয়ে সকাল থেকেই আলী আহাম্মদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উৎসুক জনতা ভিড় জমায়। হেলিকপ্টার নামার পরই স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানিয়ে দুই অতিথিকে বরণ করে নেন এলাকাবাসী। এরপর মোবারক হোসেন তার সৌদি মালিক মির্জা আবু ফয়সালকে নিজ বাড়িতে নিয়ে যান।

মোবারক হোসেন বলেন, “আমার কফিল (মালিক) একজন ভ্রমণপিপাসু মানুষ। তিনি বাংলাদেশ খুব পছন্দ করেন। কাজের সময় প্রায়ই বলতেন, আমি তোমার দেশে যাবো। তাই তাকে আনার সিদ্ধান্ত নিই। আমরা আগে থেকেই ঠিক করি, তাকে হেলিকপ্টারে করে গ্রামে নিয়ে যাবো।”

মির্জা আবু ফয়সাল বলেন, “বাংলাদেশ আমার খুব ভালো লাগার একটি দেশ। আমি শুনেছিলাম, বাংলাদেশের মানুষ আন্তরিক, আর এখানে এসে সত্যিই মুগ্ধ হয়েছি। বিশেষ করে গ্রামীণ পরিবেশ আমার ভীষণ ভালো লেগেছে।”

মোবারক হোসেন জানান, সৌদি নাগরিক মির্জা আবু ফয়সাল এক সপ্তাহ বাংলাদেশে থাকবেন এবং বিভিন্ন স্থান ভ্রমণ করবেন।

এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকার মানুষের মধ্যে আনন্দের আমেজ তৈরি করেছে এবং সৌদি নাগরিকের প্রতি বাংলাদেশিদের আতিথেয়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট