1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

হামাস নতুন করে ভিডিও প্রকাশ করলেন ইজরায়েলি জিম্মিদের।

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্কঃ
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি গোষ্ঠীটির হামলার পর থেকে সে জিম্মি রয়েছেন হামাসের কাছে। হামাসের সশস্ত্র শাখা শনিবার গাজায় সেই এক মার্কিন ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে।
সেখানকার একটি মিডিয়া জেরুজালেম থেকে এএফপি জানিয়েছে যে, এই ভিডিওতে এডান আলেকজান্ডারকে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইংরেজিতে ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিব্রু ভাষায় সম্বোধন করতে দেখা যায়। তবে ভিডিওটির তারিখ এখনো যাচাই করা সম্ভব করা যায়নি।

তিনি জানিয়েছেন যে ৭ অক্টোবর আটকৃত জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ইসরায়েলিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এডানের মা ইয়ায়েল আলেকজান্ডার শনিবার সন্ধ্যায় তেল আবিবে জিম্মিদের এক সমাবেশে বক্তৃতাকালে বলেন যে এই ভিডিও আমাকে বিচলিত করে তুলেছে।

এটি আমাদের আশার অন্তরালে এডান ও অন্য জিম্মিরা বাঁচার প্রত্যাশায় কতটা চিৎকার করছে এবং কতটা খারাপ পরিস্থিতিতে রয়েছে তা দেখলেই বোঝা যায়।এডানের মা জনগণকে আরো জানান, তিনি নেতানিয়াহুর সঙ্গে ফোনকলে বলেছেন যে, অবশ্যই আপনার প্রতিশ্রুতি রাখবেন ও তাদের মুক্ত করবেন। দেশটি যুদ্ধ শেষ করতে ও আমার এডানসহ তাদের সবাইকে ফিরিয়ে আনতে যথেষ্ট শক্তিশালী।

অন্যদিকে এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় থেকে বলেছে তাদের ফোনকলের সময় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন। শত্রুদের কাছে বন্দি সকল জিম্মিকে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য ইসরায়েল প্রতিটি পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। পাশাপাশি ভিডিওটির প্রকাশকে নিষ্ঠুর মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে অভিহিত করেছেন নেতানিয়াহু।

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র শন সাভেট ভিডিওটিকে, হামাসের সন্ত্রাসের একটি নিষ্ঠুর অনুস্মারক’ বলে অভিহিত করেন। তার এক বিবৃতিতে বলেন যে, যদি হামাস জিম্মিদের মুক্তি দিতে রাজি হয় তবে, গাজা যুদ্ধ আগামীকাল বন্ধ ও গাজবাসীর দুর্ভোগ শেষ হবে বলে জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট