তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সংস্কার কাজের জন্য আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে দেশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময়সীমার মধ্যে মনোহরদী উপজেলা, গোতাশিয়া এবং কিশোরগঞ্জ জেলা সদরসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এর মনোহরদী অফট্রান্সমিশন পয়েন্টে জরুরি টাই-ইন কাজের জন্য এই পরিকল্পিত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত, মোট ২৪ ঘণ্টা।
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় মনোহরদী উপজেলা সদর, গোতাশিয়া এবং কিশোরগঞ্জ জেলা সদর এলাকায় তিতাস গ্যাসের অধিভুক্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময়কালীন আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের এক বার্তায় জানায়, গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এতদ্বারা গ্যাস সরবরাহ বন্ধ থাকার সময় গ্রাহকদের থেকে আরও সহযোগিতার আশা করা হচ্ছে।