1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ মাদক সম্রাট পারভেজ মহাজন গ্রেফতার পাকিস্তানের সঙ্গে উত্তেজনায় ভারতের ভূমিকা নেই: ইয়াকুব মুজাহিদ ঝিনাইদহে ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের মানববন্ধন পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫টি দোকান সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতার কাছাকাছি, বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ পিরোজপুরে তারেক রহমানের ঐতিহাসিক বিবিসি সাক্ষাৎকার প্রদর্শন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক অক্টোবরের ১৮ দিনে দেশে এসেছে ১৫৭ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে নির্বাচন কমিশনের বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে ব্যাপক আলোচনা হয়েছে। সভায় সংখ্যালঘু নিরাপত্তা, অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ, এআই প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধসহ নানা পদক্ষেপের কথা উঠে আসে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইসি সদস্য এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সংখ্যালঘু নিরাপত্তা, অস্ত্র নিয়ন্ত্রণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য প্রচার প্রতিরোধসহ নানাবিষয়ে আলোচনা হয়।

সভায় বলা হয়, নির্বাচনের সময় সব আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বিত দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়ার প্রস্তাব উঠে আসে।
এছাড়া গ্রামীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ইউনিয়ন পরিষদের সচিব, গ্রাম পুলিশ, চৌকিদার ও দফাদারদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জানানো হয়। কেউ যাতে অন্তর্ঘাতমূলক বা নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়।

সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানো হবে। পাশাপাশি তফসিল ঘোষণার পর বৈধ অস্ত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়ার প্রস্তাব করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার বন্ধে বিশেষ কৌশল নেওয়ার কথা জানায় নির্বাচন কমিশন।
ইসি জানায়, অতীতে সামাজিক যোগাযোগমাধ্যম নির্বাচনকালীন সহিংসতা ও গুজব ছড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এবার এআই প্রযুক্তির অপব্যবহার রোধে বিশেষ মনিটরিং চালু করা হবে।

সভায় জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আসা বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তাদের কাজের পরিবেশকে নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে।

পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রবাসী ও যোগ্য ভোটারদের ব্যালট যেন নিরাপদে ডাকবিভাগ থেকে বিদেশে পাঠানো ও ফিরিয়ে আনা যায়, তা নিশ্চিত করতে ইসি নির্দেশনা দেয়।
রিটার্নিং অফিসের ব্যালট গণনার সময়ও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, এনএসআই মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ, ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের আগে ও পরে সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করবে সব সংস্থা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট