অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন যে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে, যাতে আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা যায়।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হয়।
এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি। ভাষণে ড. মুহাম্মদ ইউনূস বলেন, সংস্কার, বিচার এবং জাতীয় নির্বাচন আয়োজন—এই তিনটি হলো অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। এখন সময় এসেছে সর্বশেষ দায়িত্ব পালন করার।
তিনি আরও বলেন, “আজ এই মহান দিবসে আপনাদের সামনে বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব।”
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে শিগগিরই চিঠি পাঠানো হবে, যাতে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া যায় বলে জানান প্রধান উপদেষ্টা।