৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার পর পিএসসির সরকারি ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
পিএসসি জানায়, ৪৪তম বিসিএসে মোট ১,৭১০টি শূন্যপদের বিপরীতে চূড়ান্তভাবে ১,৬৯০ জন প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
তবে কারিগরি ও পেশাগত ক্যাডারে যোগ্য প্রার্থী না থাকায় ২০টি পদ শূন্যই থেকে গেছে।
চূড়ান্ত ফলাফল ও মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে:
পিএসসি জানিয়েছে, যুক্তিসংগত কারণে প্রয়োজনে ফলাফল সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে।
লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় পাস করলেও সব প্রার্থীকে ক্যাডারে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। তবে যেসব প্রার্থী ক্যাডার পাননি, তারা পরবর্তী সময়ে নন-ক্যাডার শূন্যপদে নিয়োগের জন্য বিবেচিত হবেন, মেধাক্রম ও বিদ্যমান বিধি অনুসারে।
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিচের সংখ্যক প্রার্থী নিয়োগ পাবেন, শিক্ষা ক্যাডার: ৭৭৬ জন (সর্বাধিক), প্রশাসন ক্যাডার: ২৫০ জন, পুলিশ ক্যাডার: ৫০ জন, পররাষ্ট্র ক্যাডার: ১০ জন, আনসার ক্যাডার: ১৪ জন, নিরীক্ষা ও হিসাব: ৩০ জন, পরিবার পরিকল্পনা: ২৭ জন।
৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২১ সালের ৩০ নভেম্বর প্রকাশিত হয়। শুরু থেকে এটি ছিল একটি প্রতিযোগিতামূলক ও গুরুত্বপূর্ণ বিসিএস। এতে প্রায় চার লাখের বেশি প্রার্থী আবেদন করেছিলেন।