ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনী ৭৭টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা সূত্র। জিও টিভি-র এক লাইভ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (৯ মে) জিও টিভির লাইভ প্রতিবেদনে বলা হয়, ৮ মে সন্ধ্যার মধ্যে প্রথম দফায় ২৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এরপর গত রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত আরও ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়।
নিরাপত্তা সূত্রের দাবি, ভূপাতিত ড্রোনগুলো পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে শত্রুতাপূর্ণ নজরদারিতে লিপ্ত ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনগুলোর বেশিরভাগই সীমান্তবর্তী এলাকাগুলোতে উড়ছিল এবং উচ্চতর পর্যবেক্ষণ ও গোয়েন্দা কাজে ব্যবহৃত হচ্ছিল।
পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির সেনাবাহিনী “ভারতীয় আগ্রাসনের যথাযথ জবাব” দিচ্ছে এবং আকাশপথে কোনও অবৈধ প্রবেশ সহ্য করা হবে না।
এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কূটনৈতিক প্রতিক্রিয়া দেওয়া হবে কি না, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে এই ঘটনা দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।