1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

দেশের কারাগারগুলোতে ঈদের আনন্দ, স্বজনদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
কেন্দ্রীয় কারাগার

সারাদেশের কারাগারগুলোতে প্রায় ৭০ হাজার বন্দি ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন। ঈদের দিন সকালে বিশেষ জামাত, উন্নত খাবার ও স্বজনদের সঙ্গে বিশেষ সাক্ষাতের সুযোগ পেয়েছেন তারা। বন্দিদের জন্য দিনভর নানা আয়োজনের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে সকাল থেকেই স্বজনদের ভিড় দেখা যায়। দুই বছরের সন্তান কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন আসমা বেগম। সকাল ৮টায় এসে স্বামীর সঙ্গে দেখা করতে দুই ঘণ্টার অপেক্ষা শেষে তার দেখা মেলে।

একইভাবে আমিনা বেগম এসেছেন কারাবন্দি ছেলের সঙ্গে দেখা করতে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার ছেলে বন্দি। গত বছরও ঈদের দিন বাড়িতে ছিল। ছেলে জেলে ঈদ করবে, আমার মন তো বাড়িতে থাকতে পারে না। তাই ছুটে এসেছি।”

বন্দিদের সঙ্গে দেখা করতে স্বজনরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন, বন্দিদের পাশেও কঠোর নিরাপত্তা। মাঝখানের ছোট ফাঁকা জায়গা দিয়ে চোখের দেখা ও কথোপকথন চলে। কান্নায় ভেঙে পড়েন বন্দি ও স্বজনরা।

সাক্ষাতের জন্য বন্দিরা আধা ঘণ্টা সময় পান, যা স্বজনদের জন্য খুবই কম বলে মনে করেন অনেকে।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের কারাগারগুলোতে ৬০ হাজার ৯১৪ জন বন্দি রয়েছেন, যেখানে ধারণক্ষমতা ৪২ হাজার ৪৫০ জন।

বন্দিদের জন্য ঈদের দিনের খাবারে ছিল বিশেষ আয়োজন, সকালে: পায়েস ও মুড়ি, দুপুরে: পোলাও, গরু/খাসির মাংস, রোস্ট, মিষ্টি, কোমল পানীয় ও সালাদ, রাতে: সাদা ভাত, মাছ, বুটের ডাল ও ডিম, ঈদের পরদিন: স্বজনদের বাসা থেকে আনা খাবার (পোলাও, ভাত, মাছ, মাংস, খিচুড়ি, রুটি) বন্দিদের দেওয়া হবে।

এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাব্য আবৃত্তির আয়োজন রয়েছে। সন্ধ্যায় কারারক্ষীদের জন্যও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।

কারাগারের নিরাপত্তা সদস্যরা জানিয়েছেন, “অনেক বন্দির স্বজনরা আসতে পারেন না, আবার অনেকের পরিবারই নেই। তারা ঈদের দিনও একাকীত্বে থাকেন।”

ঈদুল ফিতর উপলক্ষে বন্দিদের তিন দিনের জন্য বিশেষ সাক্ষাৎ সুবিধা দেওয়া হয়েছে। তবে ঈদের পরদিন স্বজনদের ভিড় আরও বাড়বে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট