1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী

ইয়েমেনের হোদেইদাহ অঞ্চলে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো মার্কিন হামলায় চারজন নিহত হয়েছেন। এই হামলাকে ওয়াশিংটনের সর্বশেষ সামরিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে, মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (২ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইয়েমেনের হোদেইদাহ প্রদেশের আল-মানসুরিয়াহ জেলার একটি পানি ব্যবস্থাপনা ভবনে মঙ্গলবার (১ এপ্রিল) রাতে হামলা চালায় মার্কিন বাহিনী। হুতি বিদ্রোহীদের অনুমোদিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি জানিয়েছেন, এই হামলায় প্রথমে তিনজন নিহত হন এবং দুজন আহত হন, যাদের বেশিরভাগই কর্মচারী ছিলেন। পরে আল মাসিরাহ টিভি জানায়, নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, হোদেইদাহ ছাড়াও দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ এবং উত্তর সাদা এলাকায় হামলা চালানো হয়েছে। তবে আল মাসিরাহ টিভি শাদা ও সানা অঞ্চলেও একাধিক মার্কিন হামলার খবর প্রকাশ করলেও এসব হামলা আসলেই যুক্তরাষ্ট্র চালিয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

১৫ মার্চ থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে ইয়েমেনে ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গাজার চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে হুতি গোষ্ঠী ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর লোহিত সাগরে নতুন করে আক্রমণ চালানোর হুমকি দিয়েছিল।

এদিকে, মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে পেন্টাগন। বর্তমানে লোহিত সাগরে একটি রণতরী মোতায়েন রয়েছে এবং নতুন একটি রণতরী এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে পাঠানো হবে।

মঙ্গলবার পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইউএসএস কার্ল ভিনসন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এর সঙ্গে যুক্ত হবে এবং যুক্তরাষ্ট্র অতিরিক্ত সামরিক বিমানও মোতায়েন করবে।

পেন্টাগন আরও জানিয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা আঞ্চলিক নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত বা তীব্র করতে চাইলে যেকোনো রাষ্ট্রীয় বা অ-রাষ্ট্রীয় শক্তিকে উপযুক্ত জবাব দেওয়া হবে।’

বিশ্লেষকদের মতে, এই সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে, বিশেষ করে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের জেরে যুক্তরাষ্ট্র এবং হুতি বিদ্রোহীদের মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষের প্রেক্ষাপটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট