থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ (শুক্রবার, ৪ এপ্রিল) বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্যাংককের সাংরিলা হোটেলে স্থানীয় সময় মধ্যাহ্নের পর এই বৈঠক শুরু হয়।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে ঢাকা-দিল্লি সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
এর আগে, গতকাল (বৃহস্পতিবার) বিমসটেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির দেখা হয়। তারা একই টেবিলে পাশাপাশি বসেন এবং কুশল বিনিময় করেন। এই নৈশভোজের আয়োজন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।
বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে গতকাল সকালেই ব্যাংককে পৌঁছান অধ্যাপক ইউনূস। এবারের সম্মেলনে বাংলাদেশ বিমসটেকের পরবর্তী সভাপতির দায়িত্ব গ্রহণ করবে।