1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করলো

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করলো

বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেছে। এর মাধ্যমে বাংলাদেশ মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণের প্রতিশ্রুতি দিল। বৃহস্পতিবার (১১ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এবং বাংলাদেশকে স্বাগত জানানো হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী, গত ৮ এপ্রিল ২০২৫ সালে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টেমিস চুক্তির ৫৪তম স্বাক্ষরকারী দেশ হিসেবে যোগ দেয়।
বাংলাদেশ সরকারের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন।
উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি’অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন।

বিবৃতিতে বলা হয়, গত ৫০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একটি টেকসই অংশীদারিত্ব বজায় রেখেছে। উভয় দেশ অর্থনৈতিক উন্নয়ন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় একসঙ্গে কাজ করে যাচ্ছে। এই অংশীদারিত্ব ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদ ব্যক্ত করে।

২০২০ সালে যুক্তরাষ্ট্র এবং আরও সাতটি দেশ মিলে ‘আর্টেমিস’ চুক্তির সূচনা করে। এর উদ্দেশ্য—মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণ, নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা। এখন পর্যন্ত মোট ৫৪টি দেশ এ চুক্তিতে স্বাক্ষর করেছে।
বাংলাদেশের যোগদানের ফলে এ অঞ্চলে মহাকাশবিষয়ক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

মার্কিন বিবৃতিতে আরও বলা হয়েছে, এই চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ মহাকাশে শান্তিপূর্ণ অভিযাত্রার স্বপ্ন দেখছে। এটি বাংলাদেশকে বৈশ্বিক মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের অংশীদার করে তুলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট