1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প - RT BD NEWS
রবিবার, ১১ মে ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি ভর্তি পরীক্ষা শাহবাগে খালেদা জিয়া এলে পৃথিবীর সবচেয়ে স্বর্গীয় দৃশ্য হতো’—পিনাকী হামলার আশঙ্কায় ভারতজুড়ে নিরাপত্তা ২৪ বিমানবন্দর ও বন্দর স্থগিত ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় বিপজ্জনক অধ্যায়ের সূচনা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত পাকিস্তানের আকাশসীমায় ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত

পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
মৃদু ভূমিকম্প অনুভূত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং আশেপাশের রাওয়ালপিন্ডি এলাকায় শনিবার (১২ এপ্রিল) দুপুরে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দুপুর ১২টা ৩০ মিনিটে অনুভূত এই ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। একই সময়ে খাইবার পাখতুনখোয়া অঞ্চলেও কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের জাতীয় ভূকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (NSMC) জানিয়েছে, ভূমিকম্পটি ভূগর্ভের ১২ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল রাওয়ালপিন্ডি শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) ভিন্ন তথ্য দিয়ে জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.০ এবং কেন্দ্র ছিল ৩৯.২ কিলোমিটার গভীরে।

ইসলামাবাদে ডন নিউজ টিভি-এর একজন সংবাদদাতা জানান, ভূমিকম্পের সময় অনেক মানুষ আতঙ্কিত হয়ে ভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। রাওয়ালপিন্ডি, খাইবার পাখতুনখোয়া ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে।

এই ভূমিকম্পের ৩৫ মিনিট আগে, বেলা ১১টা ৫৪ মিনিটে আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্ত অঞ্চলেও ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। কেন্দ্রস্থল ছিল ভূগর্ভের ৮৮ কিলোমিটার গভীরে। তবে সেটিও তেমন কোনো ক্ষয়ক্ষতির কারণ হয়নি বলে জানানো হয়েছে।

ভূমিকম্প দুটির কারণে এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা স্থাপনা ধসের খবর মেলেনি। তবে এলাকাগুলোতে সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

গুরুত্বপূর্ণ তথ্য, ভূমিকম্পের মাত্রা (পাকিস্তান NSMC): ৫.৫, গভীরতা: ১২ কিমি, কেন্দ্রস্থল: রাওয়ালপিন্ডি থেকে ৬০ কিমি উত্তর-পশ্চিমে, USGS অনুসারে মাত্রা: ৫.০ | গভীরতা: ৩৯.২ কিমি, আফগানিস্তান-তাজিকিস্তান ভূমিকম্প: ৪.৩ মাত্রা, ৮৮ কিমি গভীরে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট