1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৫১ হাজারের বেশি পাকিস্তানি ফেরত প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে ইসির অনুমতি লাগতে পারে, প্রয়োজনে আচরণবিধি সংশোধন বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে বড় অগ্রগতি, ৬৬ হাজার ১৪৬ কোটি টাকার সম্পদ জব্দ জুলাই শহীদ পরিবারের পাশে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন ত্রয়োদশ সংসদ নির্বাচন: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জামায়াত প্রার্থী আবু তালেব লনার দিঘলিয়ার সুগন্ধি গ্রামের কৃতী সন্তান অধ্যাপক গোলাম মোস্তফার বর্ণাঢ্য জীবনের অবসান কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আমন্ত্রণ, থানায় অনুপস্থিত নবাগত ওসি বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংকের কাছ থেকে ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনেছে মথুরায় দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে

ইলিশের নামে ফাঁদ! অনলাইনে ইলিশ বেচার নামে প্রতারণা

পাবনা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য ৪ থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত ২২ দিন বিশেষ অভিযান পরিচালনা করবে সরকার। এ সময় ইলিশ ধরা, মজুত, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ থাকবে।

 বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ফেসবুকে আকর্ষণীয় অফারে ইলিশ বিক্রির নামে প্রতারণার ঘটনা ঘটেছে পাবনায়। গত চার দিনে জেলার অন্তত ১১ জন ভুক্তভোগী প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গেছে। প্রতারক চক্রটি ‘চাঁদপুর ইলিশ’ ব্র্যান্ড ব্যবহার করে অনলাইনে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

পাবনা শহরের কালাচাঁদপাড়ার বাসিন্দা ফজলুর রহমান জানান, ফেসবুকে ‘চাঁদপুর ইলিশ বাজার’ নামের একটি পেজ থেকে আকর্ষণীয় অফার দেখে তিনি ১১ এপ্রিল অর্ডার করেন। ৩ হাজার ৫০০ টাকায় চারটি বড় ইলিশ ও ১ হাজার টাকায় ১ কেজি ইলিশ ডিমের অর্ডার দেন। অর্ডার নিশ্চিত করতে ৫৫০ টাকা অগ্রিম পাঠাতে বলা হয়। পরদিন ফোনে জানানো হয়, মাছ পেতে হলে আরও ৩ হাজার ৯৪৯ টাকা পাঠাতে হবে। পুরো টাকা পরিশোধের পর থেকেই নম্বর বন্ধ!

একইভাবে, কাচারীপাড়ার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মীর্জা আজাদ এবং জোড়বাংলা সড়কের গৃহিণী মাহবুবা কাজলসহ অন্তত ১১ জন ভুক্তভোগী এই প্রতারকদের শিকার হয়েছেন। চার দিনে প্রতারকদের পকেটে গেছে প্রায় ৯৭ হাজার টাকা।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রতারকরা বিভিন্ন ফেসবুক পেজ খুলে অভিনব কৌশলে ফাঁদ পাতছে। উল্লেখযোগ্য পেজগুলোর মধ্যে রয়েছে:
চাঁদপুর ইলিশ বাজার, ইলিশের বাড়ী চাঁদপুর, পদ্মার ইলিশের বাজার, চাঁদপুরের টাটকা ইলিশ, হাফিজুল গনি ফিশিং হাউস, ইলিশ ঘাট চাঁদপুর, জামানের মাছের আড়ত, মাছের বাজার ইত্যাদি।

চাঁদপুরের স্থানীয় সাংবাদিক ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, “চাঁদপুরে ইলিশের বর্তমান বাজারদর ২ হাজার টাকার নিচে নয়। কেউ যদি বলে এক কেজির বেশি ইলিশ ৭০০ টাকায় দিচ্ছে, সেটা অবশ্যই প্রতারণা।”

এ বিষয়ে পাবনা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, “ফেসবুকে এমন অফারে কেউ যেন প্রলুব্ধ না হয়।”

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা শাখার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, “এটি ভোক্তাদের সঙ্গে প্রতারণা। অভিযুক্তদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।”

পহেলা বৈশাখ বা যেকোনো উৎসবকে ঘিরে অনলাইন প্রতারণার প্রবণতা বাড়ছে। তাই গ্রাহকদের প্রতি অনুরোধ, যাচাই-বাছাই ছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা লেনদেন না করতে। মনে রাখুন, অফার যতই লোভনীয় হোক, অযৌক্তিক দাম মানেই হতে পারে বড় প্রতারণার ফাঁদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট