1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

নানা আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুরে বাংলা বর্ষবরণ ১৪৩২ উদযাপিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
পিরোজপুরে বাংলা বর্ষবরণ ১৪৩২ উদযাপিত
নানা আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুরে ১৪৩২ বাংলা বর্ষবরণ উদযাপিত হয়েছে। সোমবার (০১বৈশাখ) সকাল ০৮টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এ শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন। জেলা প্রশাসকের নেতৃত্বে এ শোভাযাত্রাটি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বালক উচ্চ বিদ্যালয় মাঠের সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে মিলিত হয়।
বর্ণাঢ্য এ শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের,জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,পিরোজপুরের বিভিন্ন  কলেজ সমূহের অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলী,ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী,সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ০৭ দিন ব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। ০৭দিনব্যাপী এ বৈশাখী মেলায় প্রতিদিন সকাল ০৯ টা থেকে রাত ০৯টা পর্যন্ত চলমান এ মেলার অনুষ্ঠান সমূহের মধ্যে নাগরদোলা, টয়ট্রেন,বিভিন্ন রাইট,লটারি ও লাকি কুপন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া শতাধিক স্টল রয়েছে যেখানে বাঙালির গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিনিসপত্র হাতপাখা,বিভিন্ন ধরনের খেলনা,মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা ও দর্শনের সুযোগ থাকছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট