1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন শেষ, ৮০টি দল জমা দিল নথি এক ফ্যাসিবাদী শাসন হটিয়ে আরেক ফ্যাসিবাদের আশঙ্কায় ঘরে ফিরতে পারি নাই: নাহিদ ইসলাম চট্টগ্রাম বন্দরে জাহাজজট কমাতে ১৫টি জাহাজ চলাচল বন্ধের উদ্যোগ চায়না দুয়ারী জালে মাছের রেণু ধ্বংস: কালীগঞ্জের নদ-নদী ও বিল বিপন্ন র‌্যাব বিলুপ্তির অঙ্গীকার এনসিপির, আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কারের ঘোষণা জুলাই ঘোষণাপত্র উপস্থাপনায় ঢাকায় ৮ জোড়া বিশেষ ট্রেন, ব্যয় ৩০ লাখ টাকা ঝিনাইদহে টানা বৃষ্টিতে ৭ হাজার ৫০০ হেক্টর ফসলি জমি পানির নিচে ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মহেশপুরে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপের ঘোষণা হামিদুর রহমান রানার সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা

ঢাকাসহ শহরাঞ্চলে তাপমাত্রা কমাতে সবুজায়নের উদ্যোগ: রিজওয়ানা হাসান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকাসহ দেশের শহর এলাকায় তাপমাত্রা হ্রাস করতে ব্যাপক সবুজায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (১৫ এপ্রিল) পরিবেশ মন্ত্রণালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (ADB) প্রতিনিধি দলের সঙ্গে আয়োজিত ‘বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব (বিসিডিপি)’ অগ্রগতি বিষয়ক বৈঠকে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “বিশেষ করে ঢাকা শহরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় তাপমাত্রা ক্রমশ বেড়েই চলেছে। এই সংকট মোকাবিলায় শহরজুড়ে সবুজের বিস্তার ঘটানো হবে।” জলবায়ু সহনশীল নগরায়নের অংশ হিসেবে এই সবুজায়ন কার্যক্রম বিসিডিপির আওতায় বাস্তবায়ন করা হবে।

বৈঠকে আরও জানানো হয়, উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, এসব অঞ্চলে নিরাপদ ও সুপেয় পানির সহজপ্রাপ্তি নিশ্চিত করতে বিসিডিপির সহায়তায় নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

রিজওয়ানা হাসান জানান, জীববৈচিত্র্য সংরক্ষণেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একইসঙ্গে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধির জন্য প্রশিক্ষণসহ নানা উদ্যোগ নেওয়া হবে।

উপদেষ্টা জানান, বিসিডিপির আওতায় দেশের সব বিভাগীয় শহর ও পৌরসভায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে। শহুরে পরিবেশের উন্নয়নে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে তিনি নির্দেশ দেন, আগামী জুলাইয়ের মধ্যে বিসিডিপির ওয়েবসাইটসহ অন্যান্য কার্যক্রম চালু করতে হবে। সেইসঙ্গে কর্মপন্থা প্রণয়নে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে, যারা পরবর্তী পরিকল্পনা নির্ধারণ ও বাস্তবায়নে কাজ করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট