1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক: সম্পর্ক উন্নয়নের নতুন অধ্যায় - RT BD NEWS
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দেশের সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির পাকিস্তানকে হুঁশিয়ারি মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯ জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক: সম্পর্ক উন্নয়নের নতুন অধ্যায়

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক শীতলতা কাটিয়ে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ হিসেবে আজ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বসছে দু’দেশ। রাষ্ট্রীয় অতিথি ভবনে সকালেই দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকের কথা রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন, এবং পাকিস্তানের প্রতিনিধি হিসেবে বৈঠকে অংশ নিচ্ছেন দেশটির পররাষ্ট্র সচিব আমেনা বালুচ, যিনি এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন।

গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক প্রায় বরফাচ্ছন্ন ছিল। ৫ আগস্ট পটপরিবর্তনের পর পাকিস্তানের তরফ থেকে সম্পর্ক পুনরুদ্ধারের আগ্রহ দেখা দেয় এবং বাংলাদেশ তা ইতিবাচকভাবে গ্রহণ করে।

এর ধারাবাহিকতায় গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে এবং ডিসেম্বরে মিসরে অনানুষ্ঠানিক বৈঠক হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে। এই উচ্চপর্যায়ের যোগাযোগের ফলস্বরূপ আজকের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানা গেছে, বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে— রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক পরিস্থিতি ও সহযোগিতা, আন্তঃসংযোগ বা কানেক্টিভিটি, প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা, কৃষি ও অন্যান্য খাতে যৌথ উদ্যোগ।

তিনি বলেন, “দুদেশের শীর্ষ নেতৃত্ব ইতোমধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেছেন। এ থেকেই বোঝা যায়, এই বৈঠক আমাদের জন্য কতটা তাৎপর্যপূর্ণ।”

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক শীতল হয়ে পড়ে। যদিও ভিসা, জনগণের পারস্পরিক যোগাযোগ এবং বাণিজ্যিক সহযোগিতা অব্যাহত ছিল, ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার ফাঁসির পর দুই দেশের সম্পর্ক আরও অবনতি ঘটে।

বাংলাদেশের পক্ষ থেকে ভিসা প্রদান কঠিন করা হলে পাকিস্তানও একই ধরনের প্রতিক্রিয়া দেখায়। এরপর থেকেই রাজনৈতিক সম্পর্ক কার্যত অচলাবস্থায় ছিল।

বিশ্লেষকরা মনে করছেন, আজকের বৈঠক ইতিবাচক হলে শিগগিরই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের পথ প্রশস্ত হবে। এটি হবে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক ও সক্রিয় করার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট