1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসে বিজয় মিছিল ও আলোচনা সভা দিঘলিয়ায় ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও পথসভা পিরোজপুরে মাসুদ সাঈদীর নেতৃত্বে জাতীয় মুক্তি দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর নিয়মিত অভিযান সাজাপ্রাপ্ত পলাতক সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেফতার এশিয়া কাপ ২০২৫: ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল বিসিবি ঝিনাইদহে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন, পরিবেশ রক্ষায় সচেতনতামূলক র‍্যালি যশোরে কৃষক দলের সাধারণ সম্পাদক হিরন শিকদারকে হত্যাচেষ্টা ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: আশঙ্কা উপদেষ্টা মাহফুজ ঝিকরগাছায় সাংবাদিক বাবুর বিরুদ্ধে অপপ্রচারে ৫ কোটি টাকার মানহানি মামলা

যুক্তরাজ্য থেকে ১৯,২৪৪ অপরাধী নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
যুক্তরাজ্য থেকে ১৯,২৪৪ অপরাধী নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ

যুক্তরাজ্য সরকার তাদের দেশে অবস্থানরত ১৯,২৪৪ জন বিদেশি অপরাধীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির হোম অফিস। এই বিশাল সংখ্যক অপরাধীদের মধ্যে কেউই সাধারণ অবৈধ অভিবাসী নন, বরং তারা প্রত্যেকেই যুক্তরাজ্যে নানা ধরণের অপরাধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে জানানো হয়েছে।

যুক্তরাজ্যের হোম সেক্রেটারি ইভেট কুপার সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন, এই অপরাধীরা কোন দেশের নাগরিক, তারা কী ধরনের অপরাধে যুক্ত ছিলেন—এইসব তথ্য প্রকাশ করতে হবে। এ উদ্যোগের মূল লক্ষ্য, অপরাধীদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো এবং অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা।

হোম অফিস জানায়, ২০২৪ সালের শুরুতে লেবার পার্টি সরকার ক্ষমতা গ্রহণের সময় অপরাধীর সংখ্যা ছিল প্রায় ১৭,০০০। কিন্তু বছর শেষে, অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১৯,২৪৪ জনে। বিশ্লেষকরা বলছেন, এটি স্পষ্ট করে যে লেবার সরকারের প্রথম কয়েক মাসে অপরাধের হার বৃদ্ধি পেয়েছে।

সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানায়, এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আলবেনিয়ান, পোলিশ ও রোমানিয়ান নাগরিক রয়েছে, যারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

সরকারি বিবৃতি অনুযায়ী, এই অপরাধীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় মূল বাঁধা হয়ে দাঁড়িয়েছে আইনি জটিলতা। প্রত্যেক অপরাধীই যুক্তরাজ্যের আইনে কোর্টে আপিল করার অধিকার রাখে এবং সেই আপিল প্রক্রিয়াই ফেরত পাঠানোর সময়কে দীর্ঘায়িত করে।

তবে সরকার জানিয়েছে, ২০২৪ সালের মাঝামাঝি থেকে শুরু করে শতাধিক অপরাধীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। এই কার্যক্রম আরও জোরদার করতে সরকারের পক্ষ থেকে নতুন আইনগত সংস্কার ও চুক্তি করার পরিকল্পনা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট