1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

পিরোজপুরের নাজিরপুরে যুবকের আত্মহানির চেষ্টা, পুরুষাঙ্গ কর্তন করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
পিরোজপুরের নাজিরপুরে যুবকের আত্মহানির চেষ্টা, পুরুষাঙ্গ কর্তন করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিন বানিয়ারী গ্রামের মো. বায়েজিদ শিকদার (২৮) নিজ বাড়িতে নিজের পুরুষাঙ্গ সম্পূর্ণ কেটে ফেলেছেন। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে নিজের বসত ঘরে দরজা বন্ধ করে এ মর্মান্তিক ঘটনা ঘটান তিনি।

পরিবারের সদস্যরা তার চিৎকার শুনে দ্রুত ঘরের দরজা ভেঙে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল কৌশিক সাহা জানান, “যুবকটির পুরুষাঙ্গ সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তার অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনায় পাঠানো হয়েছে।”

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বায়েজিদ শিকদার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত বছরও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন, সেসময় বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আহত হন। পরিবার জানায়, ঘটনার সময় তার বাবা মাঠে ধান কাটছিলেন এবং মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন।

এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, “বায়েজিদ শিকদার নিজের পুরুষাঙ্গ কর্তন করে আহত হওয়ার খবর আমরা পেয়েছি। তার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করা হবে।”

এ ঘটনা আবারও প্রমাণ করে, মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোকে অবহেলা করলে কত ভয়াবহ পরিণতি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মানসিক অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। পরিবার ও সমাজের উচিত এসব রোগীদের প্রতি বিশেষ নজর দেওয়া এবং সময়মতো চিকিৎসার ব্যবস্থা করা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট