দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৪।
ভূমিকম্পটি শুক্রবার (২ মে) স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিটে আঘাত হানে। USGS-এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এটি মাটির ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ আর্জেন্টিনার উশুয়াইয়া শহর থেকে প্রায় ২১৯ কিলোমিটার দক্ষিণে ড্রেক প্যাসেজ এলাকায়। অঞ্চলটি ভৌগোলিকভাবে টেকটনিক প্লেট সীমান্তে অবস্থান করায় মাঝে মধ্যেই এখানে ভূমিকম্প দেখা যায়।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের পর সমুদ্রতলে বড় কোনো পরিবর্তন না ঘটায় সুনামির সতর্কতাও জারি করা হয়নি।
ড্রেক প্যাসেজ অঞ্চলটি প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী জলসীমা। এটি দক্ষিণ মেরুর কাছাকাছি একটি ভূমিকম্পপ্রবণ এলাকা, যেখানে প্রায়ই মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়ে থাকে।