1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
কাশ্মীরে হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, নিহত বহু - RT BD NEWS
সোমবার, ১২ মে ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত খুলনায় কুরআন দিবসে হাফেজে কুরআন সংবর্ধনা প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন ঝিনাইদহের দিঘিরপাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক পরিবার ঘরছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা

কাশ্মীরে হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, নিহত বহু

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
কাশ্মীরে হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, নিহত বহু

ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সংঘটিত এক ভয়াবহ সশস্ত্র হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এই ঘটনার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং প্রতিশোধস্বরূপ চালায় ‘অপারেশন সিন্দুর’ নামের একটি বিমান হামলা। এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা চরমে পৌঁছেছে।

ভারতীয় সামরিক বাহিনী মধ্যরাতে পাকিস্তানের অন্তত নয়টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসলামাবাদ জানিয়েছে, মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, শিয়ালকোট ও শাকরগড় এলাকায় হামলার ঘটনা ঘটেছে।

পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর মতে, ভারতের হামলায় ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। মুজাফফরাবাদের মসজিদে বিলালে নিহত: ৩ জন, কোটলির মসজিদ আব্বাসে নিহত: ২ জন, আহত: ২ জন, মুরিদকের মসজিদে উম্মুল কুরায় নিহত: ৩ জন, শাকরগড়ে একটি ডিসপেনসারি ক্ষতিগ্রস্ত হয়েছে, শিয়ালকোটে হতাহতের খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের প্রতিক্রিয়ায় সীমান্তবর্তী এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এতে ১০ জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ইসলামাবাদ দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান (তিনটি রাফায়েল জেটসহ), একটি হেলিকপ্টার এবং চারটি ড্রোন ধ্বংস করেছে। তবে ভারত আনুষ্ঠানিকভাবে এসব দাবি অস্বীকার করেছে।

ভারত-শাসিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর কয়েকটি সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এই সংঘর্ষের ফলে দক্ষিণ এশিয়ায় যুদ্ধাবস্থা তৈরি হয়েছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। জাতিসংঘ ও বিভিন্ন রাষ্ট্র ইতিমধ্যে দুই পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

ভারত-পাকিস্তান উত্তেজনা দ্রুতই আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে। অবিলম্বে শান্তি সংলাপ ছাড়া এই সঙ্কটের উত্তরণ অসম্ভব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট