পিরোজপুর জেলা পুলিশের তথ্যপ্রযুক্তিনির্ভর তৎপরতায় হারানো ২৫টি মোবাইল ফোন এবং ২টি হ্যাকড হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টায় জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরের নির্দেশনায় এবং জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া শাখার উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
জানা গেছে, জেলার বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে আইসিটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে রয়েছে ভিভো, রেডমি, স্যামসাং, রিয়েলমি, অপোসহ অন্যান্য নামিদামি ব্র্যান্ডের ডিভাইস।
থানাভিত্তিক উদ্ধার পরিসংখ্যান, সদর থানা: ৬টি, ইন্দুরকানী (জিয়ানগর): ২টি, মঠবাড়িয়া থানা: ৪টি, নাজিরপুর থানা: ১০টি,কাউখালী থানা: ৩টি।
এছাড়া উদ্ধারকৃত দুটি হ্যাকড ফেসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া হয় প্রকৃত ব্যবহারকারীদের হাতে।
মোবাইল ও ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশ সুপারসহ উদ্ধার অভিযানে যুক্ত সকল পুলিশ সদস্য ও সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, “আমরা জনগণের পাশে সবসময় ছিলাম, আছি এবং থাকবো। ভবিষ্যতেও তথ্যপ্রযুক্তিনির্ভর এমন অভিযান অব্যাহত থাকবে।”