1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে তারুণ্যের উৎসব: প্রমীলা কাবাডির সমাপনী ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি শাহিন মিয়া গ্রেপ্তার ঝিনাইদহে মানবাধিকার ডিফেন্ডারস নেটওয়ার্কের পুনর্গঠন সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় সাংবাদিক মনিরকে জীবননাশের হুমকি, থানায় জিডি দায়ের বিএনপি-জামায়াত নিধনের অভিযোগে আলোচিত ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে খুলনার দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের, আফগানিস্তানকে হারিয়ে হ্যাটট্রিকের পথে যুবা টাইগাররা ইমরান খানকে ঘিরে পোস্ট দমন করছে এক্স? ইলন মাস্কের প্ল্যাটফর্মের বিরুদ্ধে জেমিমার অভিযোগ ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে এক সপ্তাহে ১,৬০০-এর বেশি জলপাই গাছ ধ্বংস গোয়াইনঘাটে র‌্যাবের অভিযানে বন্দুক ও বিস্ফোরক উদ্ধার, নাশকতার আশঙ্কা

পিরোজপুরে ইয়াবা মামলায় দুই মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
পিরোজপুর জেলা ও দায়রা জজ  আদালত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এই রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় আসামিরা পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আরাফাত আল আহসান ওরফে রিয়াদ তালুকদার (৫২) — ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার বাসিন্দা, ইকবাল মল্লিক (৪৫) — পিরোজপুরের ভান্ডারিয়ার লক্ষিপুরা এলাকার বাসিন্দা।

২০১৪ সালের ২৯ অক্টোবর ভান্ডারিয়া থানা পুলিশ রিজার্ভ পুকুর এলাকায় অভিযান চালিয়ে ৩২৯ পিস ইয়াবাসহ এই দুই আসামিকে গ্রেপ্তার করে। এরপর থানার এসআই নুর আমিন বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেন।

এক মাস পর, ২০১৪ সালের ৩০ নভেম্বর, ভান্ডারিয়া থানার এসআই খন্দকার মো. কামরুল ইসলাম ৮ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন।

মামলার বিচার চলাকালে আদালতে ৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। বিচারক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আরাফাত আল আহসান ও ইকবাল মল্লিককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন এবং বাকি ৬ জন আসামিকে খালাস প্রদান করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু বলেন, “এই রায়ের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনের কঠোর অবস্থান পরিষ্কার হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ নজির।”

এই রায় মাদকবিরোধী লড়াইয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের কার্যকর ভূমিকার প্রমাণ। মাদকদ্রব্যের অবৈধ ব্যবসায় যুক্তদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট