1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে তারুণ্যের উৎসব: প্রমীলা কাবাডির সমাপনী ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি শাহিন মিয়া গ্রেপ্তার ঝিনাইদহে মানবাধিকার ডিফেন্ডারস নেটওয়ার্কের পুনর্গঠন সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় সাংবাদিক মনিরকে জীবননাশের হুমকি, থানায় জিডি দায়ের বিএনপি-জামায়াত নিধনের অভিযোগে আলোচিত ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে খুলনার দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের, আফগানিস্তানকে হারিয়ে হ্যাটট্রিকের পথে যুবা টাইগাররা ইমরান খানকে ঘিরে পোস্ট দমন করছে এক্স? ইলন মাস্কের প্ল্যাটফর্মের বিরুদ্ধে জেমিমার অভিযোগ ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে এক সপ্তাহে ১,৬০০-এর বেশি জলপাই গাছ ধ্বংস গোয়াইনঘাটে র‌্যাবের অভিযানে বন্দুক ও বিস্ফোরক উদ্ধার, নাশকতার আশঙ্কা

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি ভর্তি পরীক্ষা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ২০২৪-২৫: পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সফলভাবে সম্পন্ন

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মূল পরীক্ষা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও পিরোজপুর সরকারি মহিলা কলেজ উপকেন্দ্রে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিতির হার ছিল ৮৬ শতাংশ, যা সন্তোষজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘এ’ ইউনিটের আওতাভুক্ত স্থাপত্য বিভাগের আলাদা ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে আসেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম। তাঁর সাথে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ রফিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল আউয়াল।

ভর্তি পরীক্ষাটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, প্রশাসন, পুলিশ, বিদ্যুৎ বিভাগ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, সাংবাদিক এবং সকল স্বেচ্ছাসেবককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, “পরীক্ষার্থীদের জন্য পরীক্ষাকেন্দ্রে রোল নম্বর ও ভবনের দিক নির্দেশনা সম্বলিত ডিজিটাল ব্যানার বসানো হয়েছে। এছাড়াও, নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা উপকমিটির সদস্য, মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা রাখা হয়েছে। অভিভাবকদের বিশ্রামের জন্যও পর্যাপ্ত ব্যবস্থা করা হয়।”

উপাচার্য আরও জানান, “গুচ্ছ পদ্ধতির মাধ্যমে ভর্তি পরীক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থীদের অর্থ ও সময় সাশ্রয় হয়েছে এবং দূরবর্তী এলাকায় যাতায়াতে ভোগান্তি কমেছে। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র হিসেবে বেছে নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট