1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত - RT BD NEWS
সোমবার, ১২ মে ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত খুলনায় কুরআন দিবসে হাফেজে কুরআন সংবর্ধনা প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন ঝিনাইদহের দিঘিরপাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক পরিবার ঘরছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা

পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন

“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো পিরোজপুরেও পালিত হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫।

শনিবার (১০ মে) সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলার পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল, সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রনু আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, পিরোজপুর জেলা শাখার সভাপতি মো: সাইদুল হক মামুন, উপজেলা শাখার সভাপতি শেখ আসাদুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী এনামুল হক প্রমুখ।

বক্তারা বলেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসন ও স্থানীয় সমাজপতিদের সমন্বয় অপরিহার্য। বিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

তাঁরা আরও বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে এই ধরনের আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ব্যাপক আগ্রহ ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বক্তারা বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড—এই উপলব্ধি শিশুকাল থেকেই শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট