1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ভারত থেকে পুশ ইন বাড়ায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি - RT BD NEWS
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা, গাজা হবে ‘ফ্রিডম জোন’ ১ জুলাই থেকে ইন্টারনেটের দাম কমছে ২০ শতাংশ শিল্প খাতে গ্যাস-সংকট: উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানে চরম প্রভাব ভারত থেকে পুশ ইন বাড়ায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫০টি দোকান ঐশ্বরিয়া রাইকে দেখতে কানে সাংবাদিকদের ভিড়, শেষ পর্যন্ত এলে না চীন ও রাশিয়ার সামরিক সম্পর্ক জোরদারে প্রস্তুত বেইজিং মালয়েশিয়ায় লক্ষাধিক বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা: আসিফ নজরুল দক্ষিণ আমেরিকার আমাজনের কোকো গাছ টাঙ্গাইলে আবাদ হচ্ছে ঝিনাইদহে প্রচণ্ড গরমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তি

ভারত থেকে পুশ ইন বাড়ায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
বিজিবি-সিমান্ত-পাহারা

সাম্প্রতিক সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইন শুরু করায় টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ, সিলেট, মেহেরপুরসহ অন্তত পাঁচটি জেলার সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্তে বিজিবি সদস্যদের টহল এবং জনগণকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এখন তারা গরু চরাতে সীমান্ত এলাকায় যাচ্ছেন না। বিজিবি নিয়মিত মাইকিং করে মানুষজনকে সতর্ক করছে।

গোবরাকুড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. আজিবুল হাসান বলেন, “টহল ও জনবল বাড়ানো হয়েছে। বিএসএফ যদি কোনো অপতৎপরতা চালায়, আমরা তা প্রতিহত করতে প্রস্তুত।”

বিজিবির একটি সূত্র জানায়, বিএসএফ তাদের ক্যাম্পে সিসিটিভি ক্যামেরা ও সাদা বাতি স্থাপন করছে। আগের লাল বাতি সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া গুগল ম্যাপে বিএসএফ ক্যাম্প সরিয়ে ফেলা হলেও বিজিবির ক্যাম্প দৃশ্যমান রয়েছে।

হালুয়াঘাটের বরাক গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম ও গিয়াস উদ্দিন বলেন, “বিজিবির টহল খুবই কড়া। সীমান্তে গরু নিয়ে যাওয়া বন্ধ। কেউ ঢুকতে পারবে না, আমরা সতর্ক আছি।”

ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, “বিএসএফ যদি সদস্য সংখ্যা বাড়ায়, আমরাও বিজিবির সদস্য বাড়িয়ে দিচ্ছি। সীমান্তে পুশ ইন যেন না হয়, সে জন্য টহল জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের ধারণা, ভারত কখনও বাংলাদেশির ছদ্মবেশে অন্য কাউকে ঢোকানোর চেষ্টা করতে পারে। পুলিশ, আনসার ও স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক পাহারা চলছে।”

গত ১২ দিনে মেহেরপুর, খাগড়াছড়ি, সাতক্ষীরা, মৌলভীবাজার ও সিলেট সীমান্ত দিয়ে মোট ৩১৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত। সবচেয়ে বেশি পুশ ইন হয়েছে মৌলভীবাজার সীমান্তে (১৪৮ জন)।

সীমান্তে পুশ ইন বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে। বিজিবির সতর্ক অবস্থান এবং স্থানীয় জনগণের সহযোগিতাই এই সমস্যা প্রতিরোধের মূল চাবিকাঠি। সরকার ও প্রশাসনের দ্রুত পদক্ষেপ জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট