1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট: শিরোপার লড়াইয়ে আজ বাংলাদেশ-নেপাল মুখোমুখি ম্যাচ দুই মিনিট দেরিতে শুরুর দায়ে বাফুফেকে এএফসির ১৫০০ ডলার জরিমানা ২৮ বছর পর ফিরছে নিকোল কিডম্যান ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় বসতে চায় কিয়েভ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে উদ্বেগের প্রয়োজন নেই: রিজওয়ানা হাসান ৯ বছর পর পাকিস্তানকে ৭ উইকেটে হারালো টাইগাররা হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস প্রত্যাহারের দাবি “যদি নেন পর্চা, দিতে হবে খরচা” ইন্দুরকানীতে ভূমি অফিস সহায়কের রমরমা ঘুষ বাণিজ্য ঝিনাইদহে শহীদ স্মরণে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি খুলনার দিঘলিয়ায় এসএসসি পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১ জুলাই থেকে ইন্টারনেটের দাম কমছে ২০ শতাংশ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
মোবাইল ইন্টারনেট পরিষেবা

দেশে ইন্টারনেট সেবায় বড় ধরনের স্বস্তির খবর জানাল সরকার। চলতি বছরের ১ জুলাই থেকে আইএসপি (Internet Service Provider) এবং আইআইজি (International Internet Gateway) পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, “আগামী ১ জুলাই থেকে আইএসপি ও আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমানো হবে। এর ইতিবাচক প্রভাব ধীরে ধীরে গ্রাহক পর্যায়েও পড়বে। মোবাইল অপারেটরদেরও এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

ফয়েজ আহমেদ তৈয়্যব আরও বলেন, “আমরা চাই বাংলাদেশের নাগরিকরা কম দামে মানসম্পন্ন ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা গ্রহণ করুক। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এটি একটি বড় পদক্ষেপ।”

উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. জহিরুল ইসলাম, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।

ইন্টারনেটের দাম কমার ফলে, শিক্ষা, ব্যবসা ও স্বাস্থ্য খাতে ডিজিটাল সুবিধা আরও সহজলভ্য হবে, নতুন উদ্যোক্তা ও স্টার্টআপদের জন্য খরচ কমবে, সাধারণ ব্যবহারকারীরা আরও বেশি ডেটা ব্যবহার করতে পারবেন একই খরচে।

ইন্টারনেটের দাম কমবে—এমন ঘোষণা দেশে ডিজিটাল অন্তর্ভুক্তি ও তথ্যপ্রযুক্তি খাতের প্রবৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। সরকারের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে সাধারণ জনগণ থেকে শুরু করে উদ্যোক্তারা সবাই উপকৃত হবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট