1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষ সমতায়ন জরুরি: ড. ইউনূস - RT BD NEWS
শনিবার, ১৭ মে ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন

ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষ সমতায়ন জরুরি: ড. ইউনূস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে অন্তর্বর্তী সরকার ডিজিটাল রূপান্তরের প্রতিটি পর্যায়ে নারী-পুরুষের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০২৫ উপলক্ষে শুক্রবার (১৬ মে) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল— “Gender Equality in Digital Transformation” বা ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমতায়ন।

ড. ইউনূস বলেন, “টেলিযোগাযোগ সেবা ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে নারী-পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া বৈষম্যহীন ও আধুনিক সমাজ গঠন সম্ভব নয়। এটি ডিজিটাল বাংলাদেশ গঠনের একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত।”

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করেছে। সরকারি সেবা সহজলভ্য করতে ‘নাগরিক সেবা’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে, যা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত হবে।

নারী ও তরুণদের ডিজিটাল খাতে সম্পৃক্ত করতে বেশ কিছু উদ্যোগের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, “নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের জন্য ‘She-STEM’ প্রশিক্ষণ চালু করা হয়েছে।”

তিনি আরও জানান, বাংলাদেশ স্যাটেলাইট-ভিত্তিক উচ্চগতির ইন্টারনেট নেটওয়ার্কে যুক্ত হতে যাচ্ছে, যা প্রত্যন্ত ও দুর্গম এলাকাতেও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করবে।

ড. ইউনূস বলেন, “বিশ্বমানের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সেবা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। আমার বিশ্বাস, সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল ও সমতা-ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট