1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

ভারত থেকে ফেরত ৫৬ বাংলাদেশিকে সীমান্তে পুশ ইন করল বিএসএফ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
ভারত থেকে ফেরত ৫৬ বাংলাদেশিকে সীমান্তে ঠেলে পাঠালো বিএসএফ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও ৫৬ জন বাংলাদেশিকে পুশইন করেছে। সোমবার (২ জুন) গভীর রাত এবং মঙ্গলবার (৩ জুন) ভোরে ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ ও পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুদের ঠেলে পাঠানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা জানান, পঞ্চগড় সদর উপজেলার শিংরোড ও হাড়িভাসা সীমান্ত দিয়ে ২৬ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের মধ্যে ১০ জন শিশু, ৭ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন। তারা কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার বাসিন্দা এবং দিল্লির আশেপাশে বসবাস করছিলেন।

তাদের তথ্য অনুযায়ী, গত ২৮ মে ভারতের পুলিশ তাদের আটক করে বাগডোগরা বিমানবন্দরে আনে এবং সেখান থেকে বাসে করে সীমান্ত এলাকায় এনে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে ঠেলে পাঠায়।

৩১ বিজিবির আওতাধীন নেত্রকোনার ধোবাউড়ার মুন্সিপাড়া সীমান্ত দিয়ে ফেরত আসে খুলনা বিভাগের ১২ জন বাসিন্দা। তাদের মধ্যে একজন শিশু, তিনজন নারী ও আটজন পুরুষ রয়েছেন। তারা গুজরাটে অবৈধভাবে কাজ করছিলেন। বিএসএফ তাদের রাত ৩টার দিকে ঠেলে পাঠায় বলে জানায় বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ফেরত আসে আরও ৮ জন। বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মঙ্গলবার ভোরে চারজন নারী ও চারজন পুরুষকে বিএসএফ পুশইন করে। তারা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলার বাসিন্দা। তিনটি সীমান্ত থেকেই পুশইন হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি। তারা দাবি করে, এসব বাংলাদেশি দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করে বিভিন্ন রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট