দিনাজপুরের কাহারোলে কৃষি উদ্যোক্তা সৃষ্টি ও উত্তম কৃষি চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় আয়োজিত এই দিনব্যাপী কংগ্রেসে কৃষকদের জন্য প্রশিক্ষণ, মতবিনিময় এবং প্রশ্ন-উত্তর পর্ব ছিল অন্যতম আকর্ষণ।
অনুষ্ঠানটি ৩ জুন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে কৃষকদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর জেলা খামার বাড়ীর উপপরিচালক কৃষিবিদ মোঃ আফজাল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও জলবায়ু-সহনশীল কৃষি চর্চার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং ন্যায্য বাজার মূল্য নিশ্চিত করা জরুরি। এছাড়া কৃষি পণ্য বিপণন ব্যবস্থার উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।