1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

ডেঙ্গু আক্রান্তের সর্বশেষ সংখ্যা: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৬ জন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫
ডেঙ্গু, এডিস মশা
ডেঙ্গুতে একদিনে ২০৪ জন আক্রান্ত।

বাংলাদেশে ডেঙ্গু রোগের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২৬ জন রোগী। তবে স্বস্তির বিষয় হলো—এই সময়ের মধ্যে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শনিবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোন বিভাগে কতজন ভর্তি? চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৩ জন, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৭ জন, ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২ জন।

মোট আক্রান্ত ও ছাড়পত্রপ্রাপ্ত, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা: ৪,৯৩০ জন, হাসপাতাল থেকে ছাড়পত্রপ্রাপ্ত: ৪,৪৮৬ জন, পুরুষ রোগী: ৫৯.৫%, নারী রোগী: ৪০.৫%।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরে এ পর্যন্ত মারা গেছেন ২৩ জন।

পূর্ববর্তী বছর ২০২৪ সালে (১ জানুয়ারি – ৩১ ডিসেম্বর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হন ১,০১,২১৪ জন এবং মৃত্যুবরণ করেন ৫৭৫ জন।

দেশে ডেঙ্গুর সংক্রমণ রোধে সচেতনতা ও সতর্কতা এখনো জরুরি। স্বাস্থ্য অধিদপ্তরের মতে, সঠিকভাবে পানি নিষ্কাশন ব্যবস্থা, জমে থাকা পানি পরিস্কার, মশার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য মশারি ব্যবহার ইত্যাদি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট