দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক কূটনৈতিক সংযোগের অংশ হিসেবে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি ও তার সফরসঙ্গীরা।
সফরকালে অধ্যাপক ইউনূস যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করবেন।
এই পুরস্কার প্রদান করা হবে ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে।
‘হারমনি অ্যাওয়ার্ড’ প্রদান করছে দ্য কিংস ফাউন্ডেশন, যা টেকসই উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে অনন্য অবদানের জন্য প্রতিবছর বিশ্বজুড়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের সম্মানিত করে।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকের ভাষ্য অনুযায়ী, ইউনূসের এই সফরে রয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও অন্যান্য সিনিয়র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, কমনওয়েলথ ও IMO মহাসচিবদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ব্রিটিশ ব্যবসায়ী সমাজের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা।
১১ জুন অধ্যাপক ইউনূস রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, চ্যাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন।
সেখানে তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান, শান্তি ও টেকসই উন্নয়ন প্রচেষ্টার বিষয়ে বক্তব্য রাখবেন।
সফরের শেষ দিন ১৪ জুন, যেদিন প্রধান উপদেষ্টা দেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।