1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

তাপপ্রবাহে পুড়ছে চার বিভাগ, সপ্তাহের শেষভাগে বাড়বে বৃষ্টি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
আবহাওয়া অফিস

বাংলাদেশের চারটি বিভাগ ও তিনটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই অবস্থা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে, তবে সপ্তাহের মাঝামাঝি থেকে বৃষ্টিপাত বাড়তে পারে।

সোমবার (৯ জুন) সকালে প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, রংপুর, খুলনা ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এর সঙ্গে রয়েছে ফরিদপুর, মাদারীপুর ও পটুয়াখালী জেলার তাপদাহ পরিস্থিতি।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, এই চার বিভাগের অন্তর্গত মোট ৩০টি জেলা এবং অতিরিক্ত ৩টি জেলা মিলিয়ে মোট ৩৩টি জেলা বর্তমানে তাপপ্রবাহে আক্রান্ত।

তিনি বলেন, “মঙ্গলবারও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে, যা তাপমাত্রা কমাতে সহায়ক হবে। একই সময়ে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।”

সোমবার (৯ জুন)

  • চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়

  • ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগে দু-এক জায়গায়
    ☛ দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

  • অন্যান্য স্থানে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার (১০ জুন)

  • রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়
    ☛ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
    ☛ দিনের তাপমাত্রা সামান্য বাড়বে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

বুধবার (১১ জুন)

  • চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায়

  • রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে কিছু কিছু জায়গায়
    ☛ দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে
    ☛ কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে
    ☛ দিনে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে

বৃহস্পতিবার (১২ জুন)

  • ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ব্যাপক বৃষ্টি

  • রংপুর ও রাজশাহী বিভাগে সীমিত বৃষ্টি
    ☛ বৃষ্টির সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে

শুক্রবার (১৩ জুন)

  • চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায়

  • ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে অনেক জায়গায়

  • রংপুর ও রাজশাহী বিভাগে কিছু কিছু জায়গায়
    ☛ দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি ও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা
    ☛ সারাদেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে

 মৌসুমি বায়ুর অবস্থা

সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, “মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।” এই অবস্থার কারণে তাপমাত্রা ও বৃষ্টিপাতের মধ্যে একটি ভারসাম্যহীনতা তৈরি হয়েছে।

বর্তমানে বাংলাদেশে তাপপ্রবাহের কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তবে মধ্য সপ্তাহের পর থেকে বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা কিছুটা স্বস্তিদায়ক পর্যায়ে ফিরে আসবে। আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত আপডেট ও সতর্কতার প্রতি দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট