চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এই সফরে ড. ইউনূসের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ড. ইউনূস বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সময় রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন তিনি। এটি তার আন্তর্জাতিক স্বীকৃতির আরও একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সফরের আরেকটি তাৎপর্যপূর্ণ অংশ হিসেবে ড. ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে। দলীয় সূত্র জানায়, শুক্রবার (১৩ জুন) সকালে লন্ডনের একটি অভিজাত হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
এই সম্ভাব্য বৈঠক ঘিরে বিএনপির অভ্যন্তরে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সোমবার (৯ জুন) রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে উপস্থিত নেতাদের অবহিত করেন তারেক রহমান নিজেই।
বৈঠক প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই সাক্ষাৎ রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে একটি সম্ভাব্য মোড় ঘোরানোর ঘটনা হয়ে উঠতে পারে। বহুমুখী সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে এ বৈঠক ভূমিকা রাখবে।”