1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহার, সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন ভাষাসৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক লাইফ সাপোর্টে গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়লেন শহিদুল আলম জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময় খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুরের জানাজা ও দাফন সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব: ডিআইজি বরিশাল

দেবীগঞ্জে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা পঞ্চগড় প্রতি‌নি‌ধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
দেবীগঞ্জে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ধনমন্ডল ঢাকাইয়াপাড়া এলাকায় মোকলেছার রহমান (৩০) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সকালে তার বাড়ির পাশের বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোকলেছার রহমান ওই এলাকার শাহাবুদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন মুদি দোকানের ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল বেলায় এক আত্মীয় বাঁশ বাগানের পাশে ছাগল বাঁধতে গিয়ে প্রথমে মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

দেবীগঞ্জ থানা পুলিশ, সিআইডি ও পিবিআই যৌথভাবে মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

নিহতের বাবা বলেন, “আমার ছেলেকে তার পরিচিত কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।”

নিহতের স্ত্রী ফাতেমা বলেন, “রাত ৮টার সময় আমার স্বামীর সঙ্গে শেষ কথা হয়। তাকে বাজার থেকে কিছু খরচ আনতে বলি। সে বলেছিল, ‘বাড়ি ফেরার সময় খরচ নিয়ে আসব।’ এরপর রাত ১০টার পর থেকে তার মোবাইল বন্ধ পাই। সারারাত ঘুমাতে পারিনি। এখন আমি তিনটি মেয়েকে নিয়ে কীভাবে চলব?”

নিহতের ভাগিনা সাদেকুল জানান, “রাত ৮টার দিকে মামা আমাকে দোকানে রেখে বললেন, ‘তুমি থাকো আমি আসছি।’ পরে আর ফেরেননি। ফোন করলে বন্ধ পাই। আমি দোকান বন্ধ করে বাড়ি ফিরি, কিন্তু মামা বাড়িতে আসেননি।”

পরিবারের সদস্যদের দাবি, বুধবার রাত ৮টার পর থেকে মোকলেছার নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, গভীর রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বাঁশবাগানে ফেলে রেখে পালিয়ে যায়।

দেবীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সামুয়েল সাংমা জানান, “আমাদের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে সিআইডি, পিবিআই ও দেবীগঞ্জ থানা পুলিশ।”

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট