1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল বাংলাদেশ-পাকিস্তান আঞ্চলিক জোট: ইসলামাবাদ ‘উন্মুক্ত’ হওয়ার ইঙ্গিত দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের পরিকল্পনা প্রকাশ তানোরে নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু খুলনায় বিএনপি নেতা গাজী এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

কাহারোলে সাংবাদিকদের হৃদয়ছোঁয়া ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
দিনাজপুরের কাহারোলে সাংবাদিকদের ঈদ পূর্ণমিলনী, মিলল নবীন-প্রবীণের হৃদয়ছোঁয়া বন্ধন

দিনাজপুরের কাহারোল উপজেলায় অনুষ্ঠিত হলো এক অনন্য ও হৃদয়ছোঁয়া ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান। ১৭ জুন, মঙ্গলবার সকালে উপজেলা বিআরডিবি সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে একত্রিত হন উপজেলার নবীন ও প্রবীণ সাংবাদিকরা।

উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন দৈনিক আমার সংবাদ ও দি বাংলাদেশ টুডে পত্রিকার কাহারোল উপজেলা প্রতিনিধি এবং দৈনিক খবর একদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ রশিদুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ

ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির উদ্দেশ্যে এই আয়োজনটি এক অসাধারণ মিলনমেলায় রূপ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন-এর প্রতিনিধি সুকুমার রায়, দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, সহ উপজেলার বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ।

প্রবীণদের অভিজ্ঞতা ও সাংবাদিকতার পথচলার গল্পে অনুপ্রাণিত হন নবীন সংবাদকর্মীরা। তাদের উৎসাহ ও অনুপ্রেরণায় অনুষ্ঠানজুড়ে তৈরি হয় এক আত্মিক পরিবেশ।

আলোচনায় উঠে আসে সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়িত্ব এবং মানোন্নয়নের বিষয়গুলো। সকলে একমত হন, কাহারোল উপজেলায় সাংবাদিকতার মান আরও উন্নত করতে হবে। পাশাপাশি সহমর্মিতা, একতা এবং পেশাগত সহযোগিতার পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সকলে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ আড্ডা, মতবিনিময় এবং মিষ্টিমুখ। এসবের মধ্য দিয়ে নবীন-প্রবীণদের মধ্যে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হয়।

উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, এ ধরণের সুন্দর ও আন্তরিক আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে কাহারোলের সাংবাদিক সমাজ আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে উঠবে।

কাহারোল ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানটি শুধু একটি সামাজিক আয়োজন নয়, বরং এটি হয়ে উঠেছে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও পেশাদারিত্বের বন্ধন সুদৃঢ় করার এক অনন্য উদ্যোগ। এ ধরণের আয়োজন দেশের অন্যান্য উপজেলাতেও অনুকরণীয় হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট