1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম, ভরি প্রতি বেড়ে দাঁড়িয়েছে ১,৭৫,৭৮৮ পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন আলোচনায় কেন্দ্রীয় যুবদল নেতা জাহাঙ্গীর আলম দুলাল শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫ পিরোজপুরে নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ

পাকিস্তানকে জে-৩৫ স্টেলথ যুদ্ধবিমান দিচ্ছে চীন, ভারতীয় প্রতিরক্ষা মহলে উদ্বেগ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
পাকিস্তানকে জে-৩৫ স্টেলথ যুদ্ধবিমান দিচ্ছে চীন, ভারতীয় প্রতিরক্ষা মহলে উদ্বেগ
চীনের তৈরি জে-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে বড় পরিবর্তনের আভাস মিলেছে। চীন পাকিস্তানকে ৪০টি পঞ্চম প্রজন্মের জে-৩৫ স্টেলথ যুদ্ধবিমান সরবরাহ করতে যাচ্ছে। এই চুক্তি কার্যকর হলে পাকিস্তান স্টেলথ প্রযুক্তির ব্যবহারে বিশ্বের অল্প কয়েকটি দেশের কাতারে চলে আসবে।
এদিকে, ভারত এখনও নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্টেলথ যুদ্ধবিমান এএমসিএ প্রকল্পে রয়েছে প্রাথমিক পর্যায়ে, যা বাস্তবায়ন হতে সময় লাগবে অন্তত এক দশক।

পাকিস্তান যে জে-৩৫ যুদ্ধবিমান পাবে, তা মূলত রপ্তানিযোগ্য সংস্করণ এফসি-৩১, যা চীনের নৌবাহিনীতে ব্যবহৃত আসল সংস্করণের কিছুটা কম ক্ষমতাসম্পন্ন।
ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক গ্রুপ ক্যাপ্টেন (অব.) অজয় আহলাওয়াত বলেন, “পাকিস্তানি পাইলটরা ইতিমধ্যেই চীনে ছয় মাস ধরে প্রশিক্ষণ নিচ্ছেন। জে-৩৫-এর আগমন অপ্রত্যাশিত নয়, তবে ডেলিভারির সময়টা কিছুটা আগে হয়ে যাচ্ছে, সেটাই বিস্ময়ের।”

ভারতীয় বিমানবাহিনীতে এখনও কোনো স্টেলথ ফাইটার জেট নেই। দেশীয় প্রযুক্তিতে তৈরি এএমসিএ (Advanced Medium Combat Aircraft) প্রকল্পের প্রোটোটাইপ ২০২৮-২৯ সালে তৈরি হওয়ার কথা। পরিপূর্ণভাবে পরিষেবায় আসতে সময় লাগবে ২০৩৫ পর্যন্ত।

আহলাওয়াত বলেন, “জে-৩৫ হাতে আসলে পাকিস্তান ও ভারতের মধ্যে প্রযুক্তিগত ব্যবধান কমে আসবে। ভারতের আধুনিকতা ধরে রাখার প্রচেষ্টা হুমকির মুখে পড়বে।”

এয়ার মার্শাল (অব.) সঞ্জীব কাপুর বলেন, “আমাদের হাতে এখন দুটি অপশন—সুখোই-৫৭ বা এফ-৩৫। তবে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সুখোই-৫৭ কেনা যেতে পারে রাশিয়ার থেকে। এতে ট্রান্সফার অব টেকনোলজি ও অস্ত্র ব্যবস্থাপনা সুবিধা মিলতে পারে।” তবে এই প্রস্তাবে আহলাওয়াত দ্বিমত পোষণ করে বলেন, “আমরা ইতোমধ্যে রাশিয়ার সুখোই-৫৭ প্রকল্পে ৩৫০ মিলিয়ন ডলার খরচ করেছি, তবুও সন্তুষ্ট হইনি। এখন আমাদের উচিত এএমসিএ-এর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।”

এএমসিএ প্রকল্প ভারতীয় অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (ADA) এবং ভারতীয় বিমান ও নৌবাহিনী যৌথভাবে বাস্তবায়ন করছে। কাপুর বলেন, “আমরা যদি ৯-১০ বছর অপেক্ষা করি, তবে আমাদের চারপাশের প্রতিদ্বন্দ্বীরা আরও আধুনিক অস্ত্রে সজ্জিত হবে। এই গ্যাপ পূরণে এখনই ব্যবস্থা নিতে হবে।”

পাকিস্তানের হাতে জে-৩৫ এলে দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্যে বড় পরিবর্তন ঘটতে পারে। ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এখনই জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত না নিলে স্টেলথ যুদ্ধবিমানে পাকিস্তান ভারতের চেয়ে একধাপ এগিয়ে যাবে। ভারতের পক্ষে একমাত্র টেকসই সমাধান হচ্ছে—জাতীয় অগ্রাধিকার হিসেবে এএমসিএ প্রকল্পে বিনিয়োগ ও বাস্তবায়ন নিশ্চিত করা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট