1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন ঝিনাইদহে তারুণ্যের উৎসব: প্রমীলা কাবাডির সমাপনী ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি শাহিন মিয়া গ্রেপ্তার ঝিনাইদহে মানবাধিকার ডিফেন্ডারস নেটওয়ার্কের পুনর্গঠন সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় সাংবাদিক মনিরকে জীবননাশের হুমকি, থানায় জিডি দায়ের বিএনপি-জামায়াত নিধনের অভিযোগে আলোচিত ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে খুলনার দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের, আফগানিস্তানকে হারিয়ে হ্যাটট্রিকের পথে যুবা টাইগাররা ইমরান খানকে ঘিরে পোস্ট দমন করছে এক্স? ইলন মাস্কের প্ল্যাটফর্মের বিরুদ্ধে জেমিমার অভিযোগ

ফেডের স্বাধীনতা নিয়ে শঙ্কা, ডলারের বড় দরপতন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
ফেডের স্বাধীনতা নিয়ে শঙ্কা, ডলারের বড় দরপতন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে ডলারের বড় দরপতন হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এবং সম্ভাব্য পদক্ষেপ বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। ডলারের দরপতন এখন এতটাই প্রবল যে, গত তিন বছরের মধ্যে এটি সবচেয়ে দুর্বল অবস্থানে পৌঁছেছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে ট্রাম্প ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে ‘টেরিবল’ বা বাজে বলে মন্তব্য করেন এবং জানান, তাঁর বিবেচনায় নতুন চেয়ারম্যান নিয়োগের জন্য তিন থেকে চারজনের নাম রয়েছে। এই বক্তব্য বাজারে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিশ্লেষকেরা বলছেন, এই ধরনের মন্তব্য ফেডের স্বতন্ত্রতা ও স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে, যা যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে নেতিবাচক।

এ বছর এখন পর্যন্ত ডলার প্রায় ১০ শতাংশ দর হারিয়েছে। আরবিসি ব্লুবে অ্যাসেট ম্যানেজমেন্টের কাসপার হেন্সে বলেন, “যুক্তরাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামোর দুর্বলতা এখনো পুরোপুরি প্রতিফলিত হয়নি, তাই আমরা ডলারের বিপক্ষে অবস্থান নিয়েছি।”

ফেডের সদস্য মিশেল বোম্যান বলেন, সুদের হার কমানোর সময় ঘনিয়ে এসেছে। এর ফলে বাজারে ধারণা তৈরি হয়েছে, জুলাইয়ে সুদ কমানোর সম্ভাবনা ১২.৫% থেকে বেড়ে ২৫% হয়েছে। এটি ডলারের দুর্বলতার আরেকটি প্রধান কারণ।

ডলারের দুর্বলতার সুযোগে ইউরোর দর ১.১৭ ডলার ছাড়িয়ে গেছে। আইএনজি ব্যাংক ধারণা করছে, ইউরো ১.২০ ডলারে পৌঁছাতে পারে, যদি ডলারের প্রতি আস্থা আরও কমে।

জার্মানি নিউইয়র্ক ফেডে রাখা তাদের স্বর্ণভাণ্ডার নিয়ে প্রশ্ন তুলছে, এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইউরোপীয় ব্যাংকগুলোকে সতর্ক করছে, ফেড সংকটকালে সহায়তা না করলে কী ঘটবে তা বিবেচনায় রাখতে।

ট্রাম্পের বিবেচনায় যাদের নাম এসেছে—কেভিন ওয়ার্শ, কেভিন হ্যাসেট, ক্রিস্টোফার ওয়ালার ও স্কট বেসেন্ট—তারা সবাই তাঁর নীতির ঘনিষ্ঠ। বাজারের আশঙ্কা, এ ধরনের নিয়োগ নিরপেক্ষ অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নেতিবাচক প্রভাব ফেলবে।

থিংকট্যাংক AMFIF-এর এক জরিপে দেখা গেছে, ৭৫টি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ৭০% রিজার্ভ ম্যানেজার বলেছেন, মার্কিন রাজনৈতিক পরিস্থিতি তাদের ডলারে বিনিয়োগে নিরুৎসাহিত করছে।

বিশ্বের এক নম্বর রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের মর্যাদা রাজনৈতিক হস্তক্ষেপ ও নীতির অনিশ্চয়তায় নড়বড়ে হয়ে পড়ছে। আগামী দুই মাসে যদি নতুন ফেড চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়, তবে বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট