1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টা সোনার দাম বেড়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণ ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা সকল নাগরিকের সমান অধিকারের দাবি মাসুদ সাঈদীর খুলনায় আ. ন. ম. মুরাদের স্মরণসভা ও দোয়া মাহফিলে অশ্রুসিক্ত শ্রদ্ধা পিরোজপুরে ব্যবসায়ী হত্যায় ৬ জনের যাবজ্জীবন, ১ জনের দুই বছরের কারাদণ্ড আকু বিল পরিশোধে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশে পিরোজপুরে কৃষিক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে টিয়েন্স প্রতিষ্ঠানের ৫ জনের কারাদণ্ড কাউখালীতে জমজমাট ভাসমান হাটে আমন ধানের চারা বিক্রি পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক বেঞ্চ ভাঙ্গারিতে বিক্রি

মঠবাড়িয়ায় জামায়াতের ঐতিহাসিক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
মঠবাড়িয়ায় জামায়াতের ঐতিহাসিক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ঐতিহাসিক কর্মী শিক্ষা শিবির। শনিবার (২৮ জুন) সকালে মঠবাড়িয়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ শিক্ষা শিবির ও কর্মীসভা অনুষ্ঠিত হয়।

শিবিরে সভাপতিত্ব করেন পিরোজপুর-০৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মঠবাড়িয়া উপজেলা আমির অধ্যাপক শরীফ মোহাম্মদ আব্দুল জলিল। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি জনাব আবুল কালাম আজাদ।

শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযী। তিনি তার বক্তব্যে বলেন— “কর্মীদের আত্মশুদ্ধি, ইসলামী চিন্তাধারায় শিক্ষিতকরণ ও সংগঠনের আদর্শ বাস্তবায়নই এই শিবিরের মূল লক্ষ্য।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— পিরোজপুর জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, পেশাজীবী বিভাগের জেলা সভাপতি ড. আব্দুল্লাহ হীল মাহমুদ, পটুয়াখালী জেলা জামায়াতের সাবেক আমীর মাও. আবু জাফর মোহাম্মদ সালেহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা আফজাল হোসাইন, বায়তুল মাল সেক্রেটারি মোহাম্মদ আল-আমিন, প্রচার সেক্রেটারি মাওলানা আবুল বাশার, পৌর আমীর আব্দুল মালেক মীর, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক ছগির মিয়া এবং স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ছিলেন মোহাম্মদ তারেক মনোয়ার, অধ্যাপক নাজমুস সা’দাত, অধ্যাপক আবু সাঈদ জসিম, অধ্যাপক কামরুল ইসলাম, মাস্টার মো. হাসান প্রমুখ।

বক্তারা কর্মীদের ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ পরিবর্তনে অংশগ্রহণের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনার কথা জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট