আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ‘ফুল গিয়ারে’ প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১ জুলাই) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব তথ্য জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন সম্পর্কিত প্রস্তুতি নিয়ে একান্তভাবে বৈঠক করেছি। তিনি জানতে চেয়েছেন নির্বাচন কমিশনের অগ্রগতি কেমন। আমি বলেছি, নির্বাচন কমিশন ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছে।”
সিইসি আরও জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য (Free, Fair and Credible) নির্বাচন চেয়েছেন। তিনি আন্তরিকভাবে সুষ্ঠু ভোট আয়োজন দেখতে চান। সিইসি নাসির উদ্দিন জানান, “জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। নির্বাচনের নির্ধারিত সময় হলে, তা নির্বাচন কমিশনের মাধ্যমেই সকলকে জানানো হবে।”
বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের জুন মাসে। সে হিসেবে ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। নির্বাচন কমিশন এরইমধ্যে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন উপকরণ সংগ্রহ ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বলে জানায় সূত্র।