1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ফলাফল স্থগিত পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম, ভরি প্রতি বেড়ে দাঁড়িয়েছে ১,৭৫,৭৮৮ পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন আলোচনায় কেন্দ্রীয় যুবদল নেতা জাহাঙ্গীর আলম দুলাল

কাহারোলে জামায়াতের উদ্যোগে ৬০টির বেশি পরিবারকে টিউবওয়েল বিতরণ

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
কাহারোলে জামায়াতের উদ্যোগে গরিবদের মাঝে টিউবওয়েল বিতরণ

দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে টিউবওয়েল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার চৌরাস্তা মাদ্রাসা মাঠে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মতিউর রহমান।

কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যে মতিউর রহমান বলেন, “আমাদেরকে গত ১৭ বছর ধরে এই ধরনের সামাজিক ও মানবিক কাজ করতে বাধা দেওয়া হয়েছিল। আজ আমরা আবার সেই সুযোগ পেয়ে মানুষের পাশে দাঁড়াতে পারছি। আমরা শুধুমাত্র নির্বাচনের জন্য মাঠে নামিনি, আমরা আজীবন গরীব-অসহায় মানুষের পাশে থাকতে চাই।”

উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম জানান, “আর্সেনিকমুক্ত নিরাপদ পানির অভাবে যেসব পরিবার কষ্টে ছিল, তাদের জন্য প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে ৬০-৭০টি পরিবারে টিউবওয়েল বসানো হচ্ছে। এতে কোনো আবেদন লাগছে না, যার প্রয়োজন আছে তাকে খুঁজে বের করেই সহায়তা দেওয়া হচ্ছে।”

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলাম বলেন, “সামনে জাতীয় নির্বাচন। কাহারোল ও বীরগঞ্জবাসী যদি সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব বেছে নেয়, তবে ভাগ্যের পরিবর্তন তারাই করতে পারবে। আজ যে টিউবওয়েল উপহার পাচ্ছেন, আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হলে এমন সহায়তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সুরা সদস্য ও যুব বিভাগের সেক্রেটারি রফিকুল ইসলাম বুলবুল, ৩নং ইউনিয়নের সেক্রেটারি মঞ্জুর রহমান, স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট