1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম, ভরি প্রতি বেড়ে দাঁড়িয়েছে ১,৭৫,৭৮৮ পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন আলোচনায় কেন্দ্রীয় যুবদল নেতা জাহাঙ্গীর আলম দুলাল শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫ পিরোজপুরে নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ

হিমাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে ৬৩ জন নিহত, নিখোঁজ অন্তত ৪০

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
হিমাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে নিহত ৬৩, নিখোঁজ অন্তত ৪০ জন

ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে চলমান মৌসুমি বৃষ্টিপাতের ফলে ব্যাপক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৪০ জন। শুক্রবার (৪ জুলাই) জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।

গত দুই সপ্তাহ ধরে হিমাচল প্রদেশে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। প্রবল বর্ষণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০০ জনের বেশি মানুষ। বৃষ্টিপাত ও ভূমিধসের ফলে বহু আবাসিক ভবন, খামারঘর, সেতু ও বিদ্যুৎ লাইন ধ্বংস হয়েছে। প্রাথমিকভাবে অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় ৪ বিলিয়ন ভারতীয় রুপি, যা প্রায় ৪৭ মিলিয়ন মার্কিন ডলারের সমান।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, উদ্ধার তৎপরতা চলছে এবং নিখোঁজদের সন্ধানে তল্লাশি দল কাজ করছে। দুর্গত মানুষদের জন্য নিরাপদ এলাকায় মানবিক শিবির স্থাপন করা হয়েছে এবং জরুরি খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহ করা হচ্ছে।

হিমাচল প্রদেশের কর্তৃপক্ষ আরও জানিয়েছে, রাজ্যে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং ৭ জুলাই পর্যন্ত আবহাওয়া সতর্কতা জারি থাকবে। পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, ভারতের এই পার্বত্য অঞ্চলটি প্রতি বছর বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্মুখীন হয়। জুনের শেষ থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা মৌসুমি বৃষ্টি এখানকার জীবনে যেমন প্রয়োজনীয়, তেমনি বিপর্যয় ডেকে আনে বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

দুর্যোগ মোকাবেলায় সরকারি সংস্থাগুলোর পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরাও সহায়তা করছেন। উদ্ধার তৎপরতা ও সহায়তার ওপর নির্ভর করেই এখন মানুষের জীবন রক্ষা এবং ক্ষয়ক্ষতি নিরসনের কাজ এগিয়ে চলেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট