1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক: বসুন্ধরায় গ্রেপ্তার ২২ পিরোজপুর মহিলা কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’: যোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ খুলনার দিঘলিয়ায় ধর্ষিতা কন্যা ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতক শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬ সেনা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: পিরোজপুরে যুবক আটক হিন্দু সম্পত্তি জবরদখল: প্রশাসনের নীরবতায় দখলদার বহাল তবিয়তে! নেছারাবাদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কলরবকে ঘিরে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ, প্রতিষ্ঠাতার পরিবার বঞ্চিত

ইসলামপন্থীরাই পারে দূর্ণীতি রুখে নিরাপত্তা দিতে: মাসুদ সাঈদী

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
পিরোজপুরে মতবিনিময় সভায় মাসুদ সাঈদী: “ইসলামপন্থীরাই পারে দূর্ণীতি রুখে নিরাপত্তা দিতে”

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-০১ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য পুত্র, ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী বলেছেন, “ইসলামকে যারা ভয় করে তারা দূর্ণীতিকে জাহান্নামের আগুনের মতই মনে করে, তারা কখনো দূর্ণীতি করবে না।”

সোমবার (৭ জুলাই) বিকেল ৫টায় পিরোজপুরের নাজিরপুর সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার মাওলানা আবুল হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা শামসুল হক।

মাসুদ সাঈদী বলেন, “যারা নিজেরা নিজেদের পার্টি অফিসে মারামারি করে, চেয়ার ভাঙে, অফিস ভাঙে—তারা ১৮ কোটি মানুষের নিরাপত্তা কীভাবে দেবে? জামায়াত এমন একটি দল, যেখানে ২৯৬টি আসনে প্রার্থী ঘোষণার পরও কোনো মারামারি হয়নি, কোনো হতাহত হয়নি।”

তিনি আরও বলেন, “দেশে ভালো নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে। আমার পিতা সংসদ সদস্য থাকা অবস্থায় কোনো দূর্ণীতি করেননি। আমিও তার মতোই খেদমত করব ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “ভালো নেতা বাছাই করলে ভালো থাকবেন, আর মন্দ নেতা বাছাই করলে মন্দ অবস্থায় পড়বেন। ইসলামভিত্তিক রাজনীতি ছাড়া বাংলাদেশকে সঠিক পথে নেওয়া সম্ভব নয়।”

সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, নাজিরপুর শহীদ জিয়া কলেজের প্রভাষক প্রদীপ কুমার হালদার, শিবিরের উপজেলা সেক্রেটারি মো: সাকিবুল হাসান প্রমুখ।

বক্তারা সবাই দাড়িপাল্লা প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান এবং ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট