1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে তারুণ্যের উৎসব: প্রমীলা কাবাডির সমাপনী ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি শাহিন মিয়া গ্রেপ্তার ঝিনাইদহে মানবাধিকার ডিফেন্ডারস নেটওয়ার্কের পুনর্গঠন সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় সাংবাদিক মনিরকে জীবননাশের হুমকি, থানায় জিডি দায়ের বিএনপি-জামায়াত নিধনের অভিযোগে আলোচিত ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে খুলনার দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের, আফগানিস্তানকে হারিয়ে হ্যাটট্রিকের পথে যুবা টাইগাররা ইমরান খানকে ঘিরে পোস্ট দমন করছে এক্স? ইলন মাস্কের প্ল্যাটফর্মের বিরুদ্ধে জেমিমার অভিযোগ ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে এক সপ্তাহে ১,৬০০-এর বেশি জলপাই গাছ ধ্বংস গোয়াইনঘাটে র‌্যাবের অভিযানে বন্দুক ও বিস্ফোরক উদ্ধার, নাশকতার আশঙ্কা

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন সাবেক আইজিপি মামুন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করলেন সাবেক আইজিপি মামুন

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছেন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আমি এই মামলায় স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই।”

এই ঘটনায় তিনি তখন পুলিশের শীর্ষ পদে ছিলেন। ট্রাইব্যুনালে হাজির হয়ে মামুন এ স্বীকারোক্তিমূলক বক্তব্য দেন, যা মামলাটির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে তিনজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে। অভিযুক্তরা হলেন—ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং কারাবন্দি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

চার্জ গঠনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিচারপতি মো. গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩ আগস্ট দিন ধার্য করা হয়েছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম। চার্জ গঠনের সময় মামুন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন, যা আদালতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত এই মামলার রায় বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে রাজসাক্ষী হিসেবে মামুনের ভূমিকা বিচার প্রক্রিয়াকে আরও গতি দিতে পারে বলে মত বিশ্লেষকদের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট