1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেড়ে ২ হাজার ৫৯৩ ডলার, এগিয়ে ভারত কদমতলী থেকে অপহৃত মাদরাসাছাত্রকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ তিন বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কোটচাঁদপুরে শেয়াল মারা তারে বিদ্যুতায়িত হয়ে কৃষক ও গরুর মৃত্যু পিরোজপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মঠবাড়িয়ায় ২৫ কিলোমিটার সড়কে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ফলাফল স্থগিত

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল অ্যান্ট্রি ভিসা চালু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
প্রবাসী মেশিন রিডেবল পাসপোর্ট

বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর দিয়েছে মালয়েশিয়া সরকার। এখন থেকে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা মাল্টিপল অ্যান্ট্রি ভিসার সুবিধা পাবেন। মঙ্গলবার (১৫ জুলাই) কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইক‌মিশন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও ফলপ্রসূ কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মালয়েশিয়ার সরকারের সঙ্গে সফল আলোচনার পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ইতোমধ্যে এ বিষয়ে একটি অফিসিয়াল নোটিফিকেশন জারি করে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে অবহিত করেছে।

এই সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের যাতায়াত আরও সহজ হবে এবং তাদের অভিবাসন প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদি সুবিধা নিশ্চিত হবে। পাশাপাশি, এ সিদ্ধান্ত প্রবাসী শ্রমবাজারে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, মাল্টিপল অ্যান্ট্রি ভিসা চালুর ফলে কর্মীদের পরিবার-সংযোগ, জরুরি পরিস্থিতিতে দেশে ফিরে যাওয়া এবং পরে আবার কর্মস্থলে ফিরে আসার সুযোগ সহজ হবে। এটি শুধু মানবিক নয়, অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করবে।

বাংলাদেশ হাইক‌মিশন মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেছে, “এই সিদ্ধান্ত দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি কর্মীদের কল্যাণে এক যুগান্তকারী পদক্ষেপ।”

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিদেশে কর্মসংস্থানে জড়িত প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট