1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে টিয়েন্স প্রতিষ্ঠানের ৫ জনের কারাদণ্ড কাউখালীতে জমজমাট ভাসমান হাটে আমন ধানের চারা বিক্রি পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক বেঞ্চ ভাঙ্গারিতে বিক্রি ঝিনাইদহে জমি বিক্রির নামে ১৫ লাখ টাকা প্রতারণা, গৃহবধূ সর্বস্বান্ত পিরোজপুরে জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা, আহত ৬ শৈলকুপায় খাল থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ বিদেশি অপরাধী গোষ্ঠী দমনে কঠোর পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র: রুবিও মহানবী (সা.)-এর জীবনাদর্শেই বিশ্বশান্তি ও কল্যাণ নিহিত: প্রধান উপদেষ্টা বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেড়ে ২ হাজার ৫৯৩ ডলার, এগিয়ে ভারত কদমতলী থেকে অপহৃত মাদরাসাছাত্রকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

ইন্দুরকানীতে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে চাচাতো ভাই উধাও, থানায় জিডি করেছে পরিবার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
ইন্দুরকানীতে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে চাচাতো ভাই উধাও, থানায় জিডি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের এক নাবালিকা ছাত্রীকে নিয়ে তারই চাচাতো ভাই উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৪ জুলাই) সাঈদখালী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হামিদা আক্তার (১২) পরীক্ষা দিয়ে ফেরার পথে নিখোঁজ হয়।

পরিবারের দাবি, তাকে নিয়ে পালিয়েছে তার আপন চাচাতো ভাই নাজমুল সরদার (২০)। এ ঘটনায় মঙ্গলবার (১৫ জুলাই) ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন।

শিক্ষার্থীর পরিবার জানায়, হামিদা আক্তার ওই দিন সকালে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন, তার চাচাতো ভাই নাজমুল সরদার তাকে নিয়ে পালিয়ে গেছে। এরপর নাজমুলের পরিবারের কাছে বারবার অনুরোধ জানানো হলেও তারা কোনো সহযোগিতা করেনি। ফলে নিরুপায় হয়ে হামিদার পরিবার থানায় জিডি করে।

হামিদার মা হাজেরা বেগম বলেন, “আমার মেয়ে নাবালিকা। সে পরীক্ষা দিতে গিয়েছিল। তারপর থেকে আর ফিরে আসেনি। আমার দেবরের ছেলে নাজমুল আমার মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে পালিয়ে গেছে। আমি তাকে ফিরিয়ে পাওয়ার দাবি জানাই এবং দ্রুত আইনি ব্যবস্থা চাই।”

ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, “মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

স্থানীয়ভাবে ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নাবালিকা শিক্ষার্থীকে নিয়ে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এলাকাবাসী। তাঁরা দ্রুত হামিদাকে উদ্ধারের দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট