1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর হামলায় গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টা বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন রহমানুল্লাহ গুরবাজ ৩৪৯ কোটি লোকসান সত্ত্বেও মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন কাহারোলে শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি পালিত শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল

ইসির ওয়েবসাইটে ‘নৌকা’ সরিয়ে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ যুক্তের প্রক্রিয়া চলছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
ইসির ওয়েবসাইটে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক হিসেবে থাকা ‘নৌকা’ সরিয়ে ফেলা হয়েছে। এর পরপরই জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীক যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা। আজ (বুধবার, ১৬ জুলাই) যেকোনো সময় এ প্রতীক ওয়েবসাইটে যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুপুর ২টার দিকে ইসির সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক প্রতীকের গেজেট ও সংশোধিত তালিকা নিয়ে ইসির সিনিয়র সচিবের দপ্তরে গেলে সচিব অনুপস্থিত থাকায় তাঁকে ফিরে আসতে হয়। এর আগে সকালে গণমাধ্যমকে তিনি জানান, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইসির ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরানো হয়েছে।”

তবে ইসির নির্বাচন পরিচালনা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত নৌকা প্রতীক বাতিল সংক্রান্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। দল হিসেবে আওয়ামী লীগ বিলুপ্ত হলে তবেই প্রতীক চূড়ান্তভাবে বাতিল হবে। তবে কোনো দলের নিবন্ধন স্থগিত বা বাতিল হলে সাময়িকভাবে তাদের প্রতীক ওয়েবসাইট থেকে সরানো যেতে পারে।

বর্তমানে নির্বাচন কমিশনের তালিকায় ৬৯টি প্রতীক রয়েছে, যার মধ্যে ৫১টি রাজনৈতিক দলের জন্য এবং ১৮টি স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত। তবে সম্প্রতি সংশোধিত নির্বাচন পরিচালনা বিধিমালার খসড়ায় মোট ১১৫টি প্রতীক সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। খসড়া অনুযায়ী, জামায়াতে ইসলামীর জন্য ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সংরক্ষণের কথা বলা হয়েছে, যদিও দলটির নিবন্ধন এখনো স্থগিত রয়েছে।

নতুন তালিকা চূড়ান্ত হলে ইসির প্রতীকভিত্তিক গেজেট ও ওয়েবসাইটে বড় ধরনের পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের পরিবর্তন দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় ইঙ্গিত বহন করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট