1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ নারী ফুটবল দলের শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ গোলের দুর্দান্ত জয় খুলনায় বিষাক্ত বাংলা মদপানে ৫ জনের মৃত্যু, আরও ২ জন হাসপাতালে সোহরাওয়ার্দীতে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে লাখো মানুষের ঢল মামুন রেজার স্মরণে দিঘলিয়া প্রেসক্লাবে দোয়া মাহফিলের সিদ্ধান্ত গৃহীত কাহারোলে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আহ্বায়ক কমিটি গঠন বিশ্বজুড়ে বাজেট সংকটে ১ কোটির বেশি শরণার্থী ঝুঁকিতে: জাতিসংঘের সতর্কতা চূড়ান্ত সংগ্রামের রুপরেখা দিয়েছেন তারেক রহমান: রিজভী সৌদি আরবে যেসব পণ্য মুদির দোকানে বিক্রি নিষিদ্ধ! ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় বৃদ্ধ পান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইন্দুরকানী থানায় অতিরিক্ত ডিআইজির দ্বিবার্ষিক পরিদর্শন, পুলিশ কার্যক্রমে সন্তোষ প্রকাশ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
ইন্দুরকানী থানা পরিদর্শন

পিরোজপুর জেলার ইন্দুরকানী থানায় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন অ্যান্ড ফিনান্স) মোঃ নাজিমুল হক এর নির্ধারিত দ্বি-বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে থানা চত্বরে পৌঁছালে তাকে ফুলেল সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করে থানা পুলিশ।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক থানা পরিদর্শনের শুরুতেই গুরুত্বপূর্ণ রেজিস্টার, মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্রভাণ্ডার ঘুরে দেখেন। তিনি অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সেবা প্রত্যাশীদের প্রতি উপযুক্ত আচরণ ও দ্রুত সেবা প্রদানে নির্দেশনা দেন।

তিনি সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং বলেন, “আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি সেবাগ্রহীতাদের প্রতি সহানুভূতিশীল আচরণ বজায় রাখা আবশ্যক।”

তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে তাদের সমস্যা-সুবিধা ও দাপ্তরিক চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন এবং বিধিমতো ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন, বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও সদস্যবৃন্দG

এই দ্বিবার্ষিক পরিদর্শনে থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন অতিরিক্ত ডিআইজি। সেবার মান উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও পেশাগত শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট